জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত
শ্রীমঙ্গল প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ও শ্রমিক দলের যৌথ উদ্যোগে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেল সাড়ে ৫টায় শহরের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু।
সভাপতিত্ব করেন কৃষক দল শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক সৈয়দ মোস্তাকিন আলী এবং সঞ্চালনায় ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুল গফুর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিফ, আহ্বায়ক কমিটির সদস্য মো. ইয়াকুব আলী, শেখ জসিম, জেলা মহিলা দলের সাবেক সহ-সভাপতি হেলেনা চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিল্লাদ হোসেন মিরাশদার ও আব্দুল জব্বার আজাদ, পৌর শ্রমিক দলের সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও পৌর বিএনপির সিনিয়র সদস্য মো. সেলিম মিয়া, উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সহস্রাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন