শিক্ষিত বেকারদের ভাতা প্রদানসহ ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার


শিক্ষিত বেকারদের ভাতা প্রদানসহ ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার — এম নাসের রহমান
আখাইলকুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মৌলভীবাজার সদর উপজেলার ৫নং আখাইলকুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের জন্য বেকার ভাতা প্রদানের পরিকল্পনা গ্রহণ করা হবে। তিনি জানান, বিএনপির ৩১ দফা কর্মসূচিতে এই বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
বেকার ভাতার প্রতিশ্রুতি
নাসের রহমান বলেন, “এক বছরব্যাপী অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত শিক্ষিত বেকারদের জন্য বেকার ভাতা প্রদান করা হবে। এছাড়া, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে।”
স্বাস্থ্য সেবায় পরিবর্তনের প্রতিশ্রুতি
তিনি বলেন, যুক্তরাজ্যের আদলে ‘সবার জন্য স্বাস্থ্য’ নীতির ভিত্তিতে সর্বজনীন স্বাস্থ্য সেবা প্রবর্তন করা হবে। ‘বিনা চিকিৎসায় কোনো মৃত্যু নয়’ এই নীতির ভিত্তিতে স্বাস্থ্য কার্ড চালু এবং দারিদ্র্য বিমোচন না হওয়া পর্যন্ত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও সম্প্রসারিত করার আশ্বাস দেন তিনি।
কৃষি খাতে উন্নয়নের পরিকল্পনা
কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি দেশের সকল ইউনিয়নে কৃষিপণ্যের জন্য সরকারি ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে বলে জানান নাসের রহমান। প্রয়োজন হলে শস্য বীমা, পশু বীমা, মৎস্য বীমা ও পোল্ট্রি বীমা চালুর প্রতিশ্রুতিও দেন তিনি।
যুব উন্নয়ন নীতিমালা
নাসের রহমান বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের ৩১ দফা কর্মসূচি একটি সুদূরপ্রসারী পরিকল্পনা। এ পরিকল্পনায় যুব সমাজের ভিশন, চিন্তা ও আকাঙ্ক্ষাকে ধারণ করে আধুনিক যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন করা হবে।”
নেতৃবৃন্দের উপস্থিতি এবং নেতৃত্ব নির্বাচন
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ আব্দুল মুকিত, মো. ফখরুল ইসলাম, মুজিবুর রহমান মজনু, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ বদরুল আলম প্রমুখ।
কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সভাপতি পদে ফখরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো. ফজলু মিয়া, সাধারণ সম্পাদক খালেদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদকে নির্বাচিত করা হয়।
বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এম নাসের রহমান।
আপনার মতামত লিখুন