শাপলা প্রতীক নিয়ে মান্নার অবস্থান: ‘এনসিপি পেলে মামলা করব না’

শাপলা প্রতীক নিয়ে মান্নার অবস্থান: ‘এনসিপি পেলে মামলা করব না’
নিজস্ব প্রতিবেদক
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, শাপলা প্রতীক যদি জাতীয় প্রতীক হিসেবে বিবেচিত হয়ে তার দলকে না দেওয়া হয়, তবে অন্য কোনো দলকেও দেওয়া উচিত নয়। তবে যদি নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এ প্রতীক পায়, তিনি কোনো আইনি পদক্ষেপ নেবেন না।
বুধবার (১ অক্টোবর) রাতে সিরাজগঞ্জের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। একইসঙ্গে তিনি নিজের ফেসবুক পেজেও বিষয়টি উল্লেখ করেছেন।
মান্না বলেন, “ওরা (এনসিপি নেতারা) আমার কাছে এসেছিল। তাদের বয়স, অভিজ্ঞতা আর শেখ হাসিনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অঙ্গীকার দেখে আমি সহানুভূতিশীল হয়েছি। তাই যদি তাদের শাপলা প্রতীক দেওয়া হয়, আমি মামলা করব না।”
বর্তমানে ‘কেটলি’ প্রতীক নিয়ে নিবন্ধিত নাগরিক ঐক্য সম্প্রতি নির্বাচন কমিশনে প্রতীক পরিবর্তনের আবেদন করেছে। তাদের দাবি ছিল ‘শাপলা’ বা ‘দোয়েল’। একই সময়ে এনসিপিও শাপলা প্রতীক দাবি জানায়।
গত ২৫ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানান, নাগরিক ঐক্যের আবেদন গৃহীত হয়নি, তবে এনসিপির আবেদন এখনও আলোচনায় রয়েছে।
এর আগে ২৪ সেপ্টেম্বর ইসি চূড়ান্ত প্রতীক তালিকা প্রকাশ করে এবং বিকল্প প্রতীকের জন্য দলগুলোকে আপিলের সুযোগ দেয়। সে সময় এনসিপি আবারও শাপলার আবেদন করে।
সিইসি বলেন, “নাগরিক ঐক্য কেটলি বাদ দিয়ে শাপলা চাইছিল, সেটি আমরা গ্রহণ করিনি। পরে এনসিপি একই আবেদন করেছে। কমিশন আলোচনায় বসে সিদ্ধান্ত নেবে।”
আপনার মতামত লিখুন