একই পরিবারের বাবা-ছেলের মৃত্যু, মা আশঙ্কাজনক অবস্থায়

একই পরিবারের বাবা-ছেলের মৃত্যু, মা আশঙ্কাজনক অবস্থায়
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শেভরন কোম্পানির তেল লাইনের ফাঁস থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের দুই সদস্যের মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ অবস্থায় বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন পরিবারের মা।
ঘটনাটি ঘটে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নের শাসন এলাকার ইলামপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তদের তৈরি করা তেলের লাইনের ছিদ্র দিয়ে তেল ছড়িয়ে পড়ে জৈতা ছড়ায়। সেখানে ভেসে থাকা তেলে মাছ ছটফট করতে দেখে স্থানীয় কয়েকজন মাছ ধরতে যান। এ সময় হঠাৎ আগুন ধরে গেলে একই পরিবারের বাবা, ছেলে ও মা মারাত্মকভাবে দগ্ধ হন।
প্রথমে তাদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে মৌলভীবাজার ও সিলেটে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় শেষ পর্যন্ত ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে ছেলে রেদওয়ান মিয়া (২০) এবং ভোর সাড়ে ৬টার দিকে তার বাবা বশির মিয়া (৫০) মৃত্যুবরণ করেন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বাবা-ছেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে এসেছে গভীর শোক। বর্তমানে বশির মিয়ার স্ত্রী (রেদওয়ানের মা) সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন।
এলাকাবাসীর দাবি, দগ্ধদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছিলেন বশিরের স্ত্রী, অথচ তিনিই এখনও বেঁচে আছেন। ফলে চিকিৎসা ব্যবস্থাপনায় কোনো ত্রুটি ছিল কি না তা নিয়ে স্থানীয়দের মাঝে প্রশ্ন উঠেছে।
আপনার মতামত লিখুন