কোনো ষড়যন্ত্র বিএনপিকে রুখতে পারবে না: বড়লেখায় জিকে গউছ

কোনো ষড়যন্ত্র বিএনপিকে রুখতে পারবে না: বড়লেখায় জিকে গউছ
হানিফ পারভেজ
বড়লেখা,মৌলভীবাজার
বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বলেছেন,বিএনপি রাষ্ট্রক্ষমতায় যেতে হলে জনগণের ভালোবাসা লাগবে। জনগণের ভোট ছাড়া এমপি হওয়া যাবে না, জনগণের প্রতিনিধি হওয়া যাবে না। একজন পাঁচজনের ভোট দেবেন, মৃত মানুষের ভোট, বিদেশে থাকা মানুষের ভোট দেবেন-এই দিন বাংলাদেশে আর ফিরে আসবে না। আমাদের মানুষ রক্ত দিয়ে ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে যে দেয়াল সৃষ্টি করেছে, সেই দেয়াল আর কোনো স্বৈরাচার কোনোদিন ভাঙতে পারবে না, ইনশাআল্লাহ।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পার্শ্ববর্তী দেশকে ইঙ্গিত করে তিনি বলেন, বাংলাদেশের মানুষের সাথে যদি বন্ধুত্ব রাখতে চান, এই খুনিদের পুনর্বাসন করে সেটা কোনো বন্ধুত্বের লক্ষণ হতে পারে না। দেশের প্রচলিত আইন অনুযায়ী যাদের বিচার শুরু হয়েছে, যদি তারা দোষী সাব্যস্ত হন, আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের আদালতে হস্তান্তর করতে হবে।
তিনি বলেন, অন্যায়-দুর্নীতি, মানুষকে কষ্ট দেওয়া আর বিএনপির রাজনীতি একসাথে চলতে পারে না। যারা খারাপ মানুষ, তারা বিএনপি করতে পারে না। যারা দুষ্ট মানুষ, তারাও বিএনপি করতে পারবে না।
জিকে গউছ বলেন, যারা এই নির্বাচনকে বানচালের চেষ্টা করছেন, তাদের অনুরোধ করব আয়নায় নিজের চেহারা দেখুন। বেগম খালেদা জিয়া ঘোষণা দিয়েছিলেন-এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবেন, তারা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবেন। সেই দিন এরশাদের সমস্ত কুকর্মকে যারা বৈধতা দিয়েছিলেন, তারা এখন বলেন বাংলাদেশে নাকি নির্বাচন হবে না! যে জাতি গণতন্ত্রের জন্য লড়াই করেছে, যে জাতি নিজের অধিকারের জন্য বুক পেতে দিয়েছে-সেই জাতিকে কেউ কোনোদিন রুখতে পারেনি। দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্র সেই জাতিকে কোনোদিন রুখতে পারবে না, ইনশাআল্লাহ। দেশের মানুষের ভালোবাসা যদি বিএনপির সাথে থাকে, কোনো ষড়যন্ত্র বিএনপিকে রুখতে পারবে না। বিএনপি সারা বাংলাদেশের মানুষের মণিকোঠায়। বিএনপি যা বিশ্বাস করে তাই মুখে প্রকাশ করে। এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক-তার জন্য বিএনপি নিরলসভাবে কাজ করছে। শুধু রাষ্ট্রে নয়, দলের ভেতরেও গণতন্ত্রের চর্চা করছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। সভাপতিত্ব করেন বড়লেখা পৌর বিএনপির আহ্বায়ক মীর মখলিছুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, আব্দুল মুকিত, বকসি মিছবাহউর রহমান, নাসির উদ্দিন মিঠু, মোশাররফ হোসেন বাদশা, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, পৌর বিএনপির সদস্য সচিব মোহাচ্ছান বাদল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহিদ খান প্রমুখ।
আপনার মতামত লিখুন