মৌলভীবাজারে ব্যবসায়ী রুবেল হত্যা রহস্য উদঘাটন, যুবক গ্রেপ্তার

মৌলভীবাজার শহরের শমসেরনগর রোডের হার্ডওয়্যার ব্যবসায়ী শাহ ফয়েজুল রহমান রুবেল হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। এ ঘটনায় জুয়েল মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।
পুলিশ জানায়, রুবেল হত্যাকাণ্ডের পর থেকেই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়। আধুনিক প্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই হত্যার মূল রহস্য উদঘাটন করা সম্ভব হয়। এর ধারাবাহিকতায় রোববার রাতে শমসেরনগর এলাকা থেকে জুয়েল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জুয়েল প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ ও পরিকল্পনার পেছনের বিস্তারিত তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।
এসময় পুলিশ সুপার আরও জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং দ্রুতই চার্জশিট দেওয়া হবে।
হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী সমাজ ও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হলেও পুলিশ দ্রুত রহস্য উদঘাটন করায় এলাকায় স্বস্তি ফিরেছে।
আপনার মতামত লিখুন