শ্রীমঙ্গলের সাতগাঁও বাজারে উচ্ছেদ অভিযান

শ্রীমঙ্গলের সাতগাঁও বাজারে উচ্ছেদ অভিযান
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও বাজার এলাকায় রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন।
এসময় বাজারের বিভিন্ন স্থানে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, ঘরবাড়ি ও স্থাপনা ভেঙে ফেলা হয়। রেলওয়ে কর্তৃপক্ষের দাবি দীর্ঘদিন ধরে এসব স্থাপনা দখল করে ব্যবসা ও বসবাস করা হচ্ছিল, যা সরকারি সম্পত্তি দখলের শামিল।
উচ্ছেদ অভিযানে রেলওয়ে পুলিশের পাশাপাশি শ্রীমঙ্গল থানা পুলিশও অংশ নেয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ দখল উচ্ছেদের এই কার্যক্রম চলমান থাকবে।
তবে কিছু স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তারা এখানে ব্যবসা ও বসবাস করে আসছেন, কিন্তু পূর্বে কোনো বিকল্প ব্যবস্থা ছাড়াই হঠাৎ উচ্ছেদ হওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জমি দখল করে রাখা যাবে না, এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এসব জমি পুনরুদ্ধার করা হবে
আপনার মতামত লিখুন