মৌলভীবাজারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
মৌলভীবাজার শহরে শাহ ফয়জুর রহমান ওরফে রুবেল (৪২) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় শমসেরনগর সড়কের সদাইপাতি এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
নিহত রুবেলের বাড়ি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। তিনি পরিবারসহ সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজোড়া গ্রামে বসবাস করতেন এবং এফ রহমান ট্রেডিংয়ের সত্ত্বাধিকারী ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সন্ধ্যার পর কয়েকজন দুর্বৃত্ত দোকানে প্রবেশ করে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে রুবেলকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার চিৎকারে আশপাশের ব্যবসায়ী ও সিএনজি অটোরিকশা চালকরা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী এক সিএনজি চালক জানান, চিৎকার শুনে তারা দৌড়ে গিয়ে রুবেলকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান এবং দ্রুত হাসপাতালে নিয়ে যান।
নিহতের শ্যালক ইমন তরফদার বলেন, রুবেল দীর্ঘদিন সুনামের সঙ্গে ব্যবসা করে আসছিলেন। কেন তাকে এভাবে হত্যা করা হলো তা এখনও পরিষ্কার নয়। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে।
মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় এখনো কোনো ক্লু পাওয়া যায়নি। হত্যার রহস্য উদঘাটন ও হামলাকারীদের শনাক্তে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
আপনার মতামত লিখুন