মৌলভীবাজার জেলায় শ্রীমঙ্গল উপজেলার কৃষক দলের শান্তিপূর্ণ বিশাল র্যালি

মৌলভীবাজার জেলায় শ্রীমঙ্গল উপজেলার কৃষক দলের শান্তিপূর্ণ বিশাল র্যালি
মৌলভীবাজার প্রতিনিধি | ০৬ আগস্ট ২০২৫ | বুধবার
মৌলভীবাজার জেলা সদর শহরে এক বিশাল ও শান্তিপূর্ণ র্যালিতে অংশগ্রহণ করেছে শ্রীমঙ্গল উপজেলা কৃষকদল। ৫ই আগস্টের গণতান্ত্রিক আন্দোলনের শহিদ এবং ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বীর যোদ্ধাদের স্মরণে এই র্যালির আয়োজন করা হয়।
র্যালিটির নেতৃত্ব দেন মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদি কৃষকদলের আহবায়ক মো: শামিম আহমেদ,শ্রীমঙ্গল উপজেলা কৃষকদলের আহ্বায়ক সৈয়দ মোস্তাকিন আলী ও সদস্য সচিব তাজু মিয়া।
এবং শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী র্যালিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
র্যালিটি মৌলভীবাজার জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।
র্যালি-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা তাঁদের বক্তব্যে ৫ই আগস্ট এবং জুলাইয়ের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন,৫ই আগস্ট গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের এক গৌরবময় দিন,আর জুলাই গণঅভ্যুত্থান ছিল জাতীয়তাবাদের এক অবিস্মরণীয় মাইলফলক।
কৃষকদলের নেতৃবৃন্দ বলেন, জাতীয়তাবাদী কৃষক আন্দোলনকে আরও সক্রিয় ও সুসংগঠিত করতে তাঁরা বদ্ধপরিকর।
সদস্য সচিব তাজু মিয়া বলেন, “কৃষকদল কেবল কৃষকের অধিকার আদায়ের সংগঠন নয়, বরং এটি গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়েও সচেতন ভূমিকা রেখে চলেছে এবং ভবিষ্যতেও রাখবে।
শান্তিপূর্ণ ভাবে র্যালিটি মৌলভীবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দোয়া মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হয়।
আপনার মতামত লিখুন