শ্রীমঙ্গলে ঝাকঝমকপূর্ণ আয়োজনে বিএনপির বিজয় র্যালি অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে ঝাকঝমকপূর্ণ আয়োজনে বিএনপির বিজয় র্যালি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল | ৫ আগস্ট ২০২৫
জুলাই মাসের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী ফ্যাসিবাদের পতন এবং ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে শ্রীমঙ্গলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), পৌর ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় শ্রীমঙ্গল শাহী ঈদগাহ মাঠ থেকে বর্ণাঢ্য এই বিজয় র্যালিটি বের হয়। এতে অংশগ্রহণ করেন শত শত নেতাকর্মী ও সাধারণ জনতা, যাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে শ্রীমঙ্গলের প্রধান প্রধান সড়ক।
বিজয় র্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জননেতা আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। তার সঙ্গে ছিলেন পৌর যুবদলের নেতা সারোয়ার হোসেন, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
র্যালি শেষে সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তারা বলেন,
জনগণ আজ জেগে উঠেছে, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন কোনো ব্যক্তি বা দলের নয়—এটি পুরো জাতির অধিকার আদায়ের লড়াই। বিএনপি জনগণের এই লড়াইয়ে সর্বদা পাশে আছে এবং থাকবে।
বিজয় র্যালিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এর মাধ্যমে শ্রীমঙ্গলের জনতা তাদের গণতান্ত্রিক অধিকার ও আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করে তুলে ধরেছে।
আপনার মতামত লিখুন