সিলেট রেঞ্জে জুন মাসের সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার

সিলেট রেঞ্জে জুন মাসের সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার
মো: আলমগীর হোসেন প্রতিবেদক (মৌলভীবাজার)
সিলেট রেঞ্জের চার জেলার মধ্যে মৌলভীবাজার জেলার দুই পুলিশ কর্মকর্তা তাদের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছেন।
আজ ৩০ জুলাই (মঙ্গলবার) সকালে সিলেট রেঞ্জ পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায়, জুন/২০২৫ মাসের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর সার্কেলের (বর্তমানে কুলাউড়া সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন।
এছাড়া শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত হয়েছেন মৌলভীবাজার সদর মডেল থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান।
পুরস্কার প্রদান করেন রেঞ্জ ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, পিপিএম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
মামলা রুজু ও নিষ্পত্তি, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক ও চোরাচালান উদ্ধার, ক্লুলেস মামলা উদঘাটনসহ আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।
এই অর্জন মৌলভীবাজার জেলা পুলিশের জন্য একটি গর্বের মুহূর্ত এবং আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের নিরলস প্রচেষ্টার স্বীকৃতি।
আপনার মতামত লিখুন