ভূনবীর দশরথ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি: পরিবেশ রক্ষায় নীরব এক যোদ্ধা চঞ্চল আহমেদ

ভূনবীর দশরথ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি: পরিবেশ রক্ষায় নীরব এক যোদ্ধা চঞ্চল আহমেদ
শ্রীমঙ্গল প্রতিনিধি (শ্রীমঙ্গল)
পৃথিবীর ভারসাম্য রক্ষা করতে গেলে,বৃক্ষরোপণের বিকল্প নেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূনবীর দশরথ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে সম্প্রতি অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশ সচেতনতা বাড়াতে ও আগামীর প্রজন্মকে সবুজ ভবিষ্যতের স্বপ্ন দেখাতে শিক্ষকরা এ উদ্যোগে ছিলেন অগ্রণী ভূমিকায়।
স্কুলের শিক্ষকগণ প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ রোপণে উৎসাহিত করছেন। তবে এই উদ্যোগকে আরো গতিশীল করে তুলেছেন স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য চঞ্চল আহমেদ। সামাজিক এবং প্রাকৃতিক উন্নয়নে তাঁর নিরব কিন্তু নিবেদিত উপস্থিতি এলাকার মানুষের নজর কেড়েছে।
চঞ্চল আহমেদের অনন্য বৈশিষ্ট্য হলো তিনি প্রচারবিমুখ থেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। শুধু এই বিদ্যালয়েই নয়, তিনি আরও চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় যুক্ত থেকে শিক্ষা ও পরিবেশ উন্নয়নে অবদান রাখছেন। তার ভাষায়, “মানুষ আমাকে ভালোবাসে,তাই আমি চেষ্টা করি তাদের রুচি ও চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে।”
শিক্ষকগণও চঞ্চল আহমেদকে একজন সমাজবান্ধব এবং দায়িত্বশীল মানুষ হিসেবে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, তাঁর আগ্রহ ও প্রচেষ্টায় শিক্ষার্থীরা এখন নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের যত্নে অংশ নিচ্ছে।
গাছ লাগান, পরিবেশ বাঁচান স্লোগানকে সামনে রেখে চঞ্চল আহমেদ যে সামাজিক ভারসাম্য গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন, তা নিঃসন্দেহে অনুকরণীয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ার এ মহৎ উদ্যোগে তাঁর এই ভূমিকা সকলের মাঝে নতুন আশা ও অনুপ্রেরণা জাগিয়েছে।
আপনার মতামত লিখুন