খুঁজুন
রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ২০ আশ্বিন, ১৪৩২

মৌলভীবাজারে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৬:১০ অপরাহ্ণ
মৌলভীবাজারে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন

মৌলভীবাজারে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন

মৌলভীবাজার, ২৪ জুলাই:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “মব কালচার” এখন মানুষের মধ্যে চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে শাস্তি দেওয়ার অধিকার কারো নেই। আইনের শাসন প্রতিষ্ঠা না থাকলে বিচারহীনতার সংস্কৃতি আরও ভয়াবহ হবে।

তিনি বলেন, “পাঁচ আগস্টের পর থেকে দেশে মব কালচার নতুন মাত্রায় বৃদ্ধি পেয়েছে। প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। একজন মানুষকে অপরাধী সাব্যস্ত করার আগে তদন্ত ও বিচার প্রয়োজন। অথচ এখন জনগণ মব গঠন করে নিজেরাই শাস্তি দিচ্ছে। এ ধরনের ঘটনা আইনের পরিপন্থী।”

রিজভী অভিযোগ করেন, বর্তমান সরকার ও তাদের বিভিন্ন উপদেষ্টা গোষ্ঠী ক্ষমতা দীর্ঘস্থায়ী করার অপচেষ্টা করছে। তিনি বলেন, “গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের অনুগতরা ‘তিন বছর’, ‘পাঁচ বছর’ ক্ষমতায় থাকার কথা প্রচার করছে, যা গণতন্ত্রের জন্য হুমকি।”

তিনি আরও বলেন, একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন কমিশন গঠন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। “কমিশনারদের নিরপেক্ষতা নিশ্চিত করতে সংবিধানে সুনির্দিষ্ট বিধান রাখতে হবে। যারা মনোনীত হবেন, তাদের যেন নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের মানসিকতা থাকে।”

রিজভী বলেন, “আমরা এক কোটি নতুন প্রাথমিক সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। শিক্ষক, চাকরিজীবী, কৃষক, শ্রমিক, রিকশাচালকসহ সমাজের সম্মানিত ও পরিশ্রমী মানুষরাই হবেন বিএনপির শক্তি। কিন্তু দুর্বৃত্ত, চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজরা কোনোভাবেই সদস্য হতে পারবেন না।”

অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্যদের নবায়নের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রিজভী। জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক জি.কে. গউছ, সহ-সাংগঠনিক মিফতাহ সিদ্দিকী, সাবেক এমপি এম. নাসের রহমান, সৈয়দ আশরাফুল মজিদ খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় প্রাথমিক সদস্যপদ নবায়ন করেন এম নাসের রহমান, ফয়জুল করিম ময়ূন, আব্দুর রহিম রিপন, মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, আব্দুল মুকিত ও মিজানুর রহমান মিজান।

জেলা শিল্পকলা একা‌ডে‌মির গুণিজন সম্মাননায় ভূষিত হলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান দেলোয়ার হোসেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১১:১৭ অপরাহ্ণ
জেলা শিল্পকলা একা‌ডে‌মির গুণিজন সম্মাননায় ভূষিত হলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান দেলোয়ার হোসেন

জেলা শিল্পকলা একা‌ডে‌মির গুণিজন সম্মাননায় ভূষিত হলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান দেলোয়ার হোসেন

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জেলার শিল্প-সংস্কৃতির বিকাশে নাট্যকলায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান নাট্যজন মো: দেলোয়ার হোসেন। শুক্রবার (০৩ অক্টোবর ২০২৫) মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে ‘গুণিজন সম্মাননা-২০২৩’ প্রদান করা হয়।

১৯৭৯ সালে শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর গ্রামের এক সস্ম্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন দেলোয়ার হোসেন। তাঁর পিতা মো: আব্দুল হেকিম ও মাতা হালিমা বেগম। শিক্ষা জীবনে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে এইচএসসি ও বিএ পাস করে সিলেট মুরারি চাঁদ বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেন।

ছাত্রজীবন থেকেই তিনি নাট্যচর্চায় সম্পৃক্ত হন। ১৯৯৪ সালে শ্রীমঙ্গলের কাকিয়া বাজারে প্রতিষ্ঠা করেন নাট্য সংগঠন ‘বিজয়ী থিয়েটার’, বর্তমানে যার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সম্মিলিত নাট্য পরিষদ, জেলা নাট্য পরিষদ, গ্রুপ থিয়েটার ফেডারেশন, বাংলাদেশ গ্রাম থিয়েটার ও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত থেকে সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।

একজন নাট্যকার, নির্দেশক ও সৃজনশীল নাট্য সংগঠক হিসেবে তিনি লিখেছেন ও মঞ্চস্থ করেছেন বেশ কিছু আলোচিত নাটক। এর মধ্যে রয়েছে— মহাজনের খেলা, তিনখান কথা, আশরাফুল মাখলুকাত, ঘটক সম্প্রদায়, একজন মুক্তিযোদ্ধার স্বপ্ন, মায়ের সমাধি ও বধ্যভূমি ৭১ ইত্যাদি। এছাড়া পথনাটক ও লোকজ উৎসবের আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষকে নাট্যচর্চায় সম্পৃক্ত করেছেন তিনি।

করোনাকালীন সময়ে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের পাশে দাঁড়ানো, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে নাটক ও ক্রীড়া আয়োজন এবং শিশু উদ্যানের মুক্তমঞ্চ নির্মাণসহ তাঁর উদ্যোগ সর্বত্র প্রশংসিত হয়েছে।

বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে জেলা পর্যায়ে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি প্রতিবছরের মতো এবারও সম্মাননা প্রদান করে। এর মধ্যে নাট্যকলা বিষয়ে বিশেষ অবদানের জন্য ২০২৩ সালের গুণিজন সম্মাননা অর্জন করলেন বিজয়ী থিয়েটারের সভাপতি নাট্যজন দেলোয়ার হোসেন।

সিলেটে পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল আসছে, তিন মাসের মধ্যেই কার্যক্রম শুরু: জেলা প্রশাসক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ১১:২৭ অপরাহ্ণ
সিলেটে পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল আসছে, তিন মাসের মধ্যেই কার্যক্রম শুরু: জেলা প্রশাসক

সিলেটে পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল আসছে, তিন মাসের মধ্যেই কার্যক্রম শুরু: জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
সিলেট অঞ্চলের ক্যান্সার রোগীদের জন্য এলো সুসংবাদ। সিলেটে গড়ে উঠছে একটি পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল। জেলা প্রশাসক মো. সারোয়ার আলম জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যেই এর কার্যক্রম শুরু হবে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলামের সঙ্গে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নির্মাণাধীন ক্যান্সার ইউনিট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিসি সারোয়ার আলম।

তিনি বলেন, “সিলেটে ক্যান্সার চিকিৎসার তেমন সুযোগ-সুবিধা ছিল না। রোগীদের ঢাকা কিংবা দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিতে হতো। তবে খুব শিগগিরই সিলেটের মানুষ পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতালের সুবিধা পাবেন।”

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধীনে দীর্ঘদিন ধরে ক্যান্সার ইউনিট চালু থাকলেও সেখানে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা ছিল না। এজন্য সিলেট বিভাগের প্রায় এক কোটি মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি আধুনিক ও পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল।

ডিসি সারোয়ার আলম জানান, “ওসমানী মেডিকেল কলেজের ক্যান্সার ইউনিটকেই একটি স্বয়ংসম্পূর্ণ হাসপাতালে রূপান্তর করার কাজ চলছে। অবকাঠামোগত উন্নয়ন কাজ প্রায় শেষ পর্যায়ে। আশা করছি তিন মাসের মধ্যে কার্যক্রম শুরু হবে।”

তিনি আরও বলেন, “এই হাসপাতাল চালু হলে সিলেটের রোগীদের আর ঢাকায় বা বিদেশে ছুটতে হবে না। এখানেই তারা আধুনিক চিকিৎসা পাবেন

দুষ্কৃতকারীরা পূজাকে অস্থিতিশীল করতে চেয়েছিল, সফল হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ১১:১৯ অপরাহ্ণ
দুষ্কৃতকারীরা পূজাকে অস্থিতিশীল করতে চেয়েছিল, সফল হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুষ্কৃতকারীরা পূজাকে অস্থিতিশীল করতে চেয়েছিল, সফল হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাহিরের ইন্ধনে দুষ্কৃতকারীরা দুর্গাপূজাকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। তবে তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

বুধবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখানের ইছাপুরায় শ্রী শ্রী সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, “পূজার শুরুতে ধর্ষণের ঘটনা ছড়িয়ে দিয়ে উৎসবকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছিল। এর পেছনে ছিল বাহিরের ইন্ধন। তবে দুষ্কৃতকারীরা কোনোভাবেই সফল হতে পারেনি।”

তিনি আরও জানান, এবছর সারাদেশে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং পূজা উদ্‌যাপন কমিটির সম্মিলিত প্রচেষ্টার কারণে কোনো অঘটন ঘটেনি। এজন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “দুর্গাপূজা এবং বৌদ্ধ সম্প্রদায়ের বিজু উৎসব ব্যাহত করতে পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় কিছু সন্ত্রাসী নাশকতার চেষ্টা চালিয়েছে। তবে প্রশাসনের সতর্কতায় তা ব্যর্থ হয়েছে।”

এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. ইব্রাহিম এবং পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বাদর পাল।