শ্রীমঙ্গলে পুলিশের টানা অভিযানে চুরির রহস্য উদঘাটন: টেলিভিশন উদ্ধারসহ গ্রেফতার ২ চোর!

শ্রীমঙ্গলে পুলিশের টানা অভিযানে চুরির রহস্য উদঘাটন: টেলিভিশন উদ্ধারসহ গ্রেফতার ২ চোর!
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানাধীন পশ্চিম লালবাগ এলাকায় বাড়ি থেকে চুরি যাওয়া টেলিভিশন উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে চুরির ঘটনায় জড়িত দুই চোরকেও গ্রেফতার করা হয়েছে।
গত ১২ থেকে ১৪ জুলাইয়ের মধ্যে শাহিন মিয়ার বসতঘরে চুরি ঘটে। তিনি থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করলে, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের দিকনির্দেশনায় ও তত্ত্বাবধানে এসআই সজীব চৌধুরী ১৫ জুলাই রাত ২টা ৪৫ মিনিটে অভিযান চালিয়ে লালবাগ এলাকা থেকে প্রথম চোর মোঃ নাহিদ (২৫) কে গ্রেফতার করেন।
নাহিদের দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশ পরবর্তীতে মোঃ জাহাঙ্গীর (২৩) কে শাহীবাগ এলাকা থেকে আটক করে। গ্রেফতারকৃত জাহাঙ্গীর স্বীকার করে, চুরি করা টেলিভিশন তার চাচা দুলাল মিয়ার বাসায় লুকানো আছে। পুলিশ তার দেখানো মতে আশিদ্রোন ইউনিয়নের রসুলপুর কালিবাড়ি এলাকা থেকে ৩২ ইঞ্চির টেলিভিশনটি উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ৩২,০০০ টাকা।
আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, চুরির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন