শ্রীমঙ্গলের পাত্রিকুল গ্রামে সামাজিক বিরোধের শান্তিপূর্ণ নিস্পত্তি

শ্রীমঙ্গলের পাত্রিকুল গ্রামে সামাজিক বিরোধের শান্তিপূর্ণ নিস্পত্তি
সাংবাদিক এম ইদ্রিস আলী’র নেতৃত্বে সফল শালিস, সন্তুষ্ট গ্রামবাসী
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের পাত্রিকুল গ্রামে একটি সামাজিক বিরোধ সফলভাবে নিষ্পত্তি হয়েছে। বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী এম ইদ্রিস আলীর সুচারু ও নিরপেক্ষ নেতৃত্বে অনুষ্ঠিত গণশুনানিতে শান্তিপূর্ণভাবে বিরোধের সমাধান হয়।
রবিবার (১৩ জুলাই) রাত ১০টায় শুরু হওয়া শালিসি বৈঠক চলে রাত ১টা পর্যন্ত। বৈঠকে অংশগ্রহণ করেন এলাকার বিশিষ্ট মুরব্বি হাজী সাবান মিয়া, তুষার দেব, করুনাময় দেব, ইউপি সদস্য ছালেক মেম্বার, আহাদ মেম্বার, মহিলা সদস্য হালেমা বেগম, মানবাধিকার কর্মী এম এল এইচ লোকমানসহ এলাকার হিন্দু মুসলিম সমাজের প্রায় ৪ শতাধিক কৃষক,শ্রমিক,শিক্ষার্থী, যুবক ও সাধারণ গ্রামবাসী।
সব পক্ষের বক্তব্য শুনে সম্মিলিত সিদ্ধান্তে বিরোধ নিষ্পত্তি করা হয়। এতে উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে শান্তিপূর্ণ সহাবস্থানে সম্মত হন।
গ্রামবাসীরা বলেন, “এম ইদ্রিস আলীর মতো নিরপেক্ষ ও দূরদর্শী মানুষ না থাকলে হয়তো এ বিরোধ সহিংসতায় রূপ নিত।
এ সময় বক্তব্যে এম ইদ্রিস আলী বলেন, “বিচার মানেই শাস্তি নয়—সমাজের শান্তি রক্ষা করাই বড় বিচার। সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও আলোচনার মাধ্যমেই যেকোনো বিরোধ মীমাংসা সম্ভব। শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য সবাইকে সচেতন থাকতে হবে।”
শালিস শেষে এলাকাবাসী তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এ ধরনের নিরপেক্ষ নেতৃত্ব প্রত্যাশা করেন।
এম ইদ্রিস আলী তাঁর বক্তব্যে বলেন— “বিচার মানে কেবল শাস্তি নয়, বিচার মানে হলো সামাজিক শান্তি প্রতিষ্ঠা। আমি বিশ্বাস করি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ধৈর্য ও আলোচনার মাধ্যমে যেকোনো সামাজিক বিরোধের সমাধান সম্ভব। আমাদের উচিত হলো, হঠকারিতা নয়—সহনশীলতা দিয়ে সমস্যা সমাধান করা। পাত্রিকুল গ্রামের মানুষ আজ যে সহমত ও ঐক্যের উদাহরণ গড়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।”
তিনি আরও বলেন,’একটি গ্রামে শান্তি বজায় থাকলে সেখানকার শিক্ষা, সংস্কৃতি ও উন্নয়ন সহজ হয়। আসুন, আমরা সকলে মিলেমিশে সহাবস্থানের পথে থাকি এবং বিভেদের রাজনীতি বা উসকানিকে প্রত্যাখ্যান করি।”
আপনার মতামত লিখুন