শ্রীমঙ্গলের পাত্রিকুল গ্রামে মহিলা মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন

শ্রীমঙ্গলের পাত্রিকুল গ্রামে মহিলা মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন
উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার):
শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের পাত্রিকুল গ্রামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে পাত্রিকূল সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিচালিত আমানাহ মহিলা শাখা।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি হাজী সাবান মিয়া। পরিচালনার দায়িত্বে ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ কামরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক আমার দেশ-এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি এম ইদ্রিস আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামাসিদ মহিলা টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হাফেজ অলিউর রহমান, ভূনবীর ইউনিয়ন পরিষদের সদস্য মো. সালেক মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল এবং জামায়াতে ইসলামী যুব বিভাগের উপজেলা সেক্রেটারি আকরাম হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সমাজসেবকরা। তাঁদের মধ্যে ছিলেন হাজী আব্দুস শহীদ মজম, কমিটির সদস্য আবুল কালাম, রমজান মিয়া, এলাইছ মিয়া, বশির মিয়া, মাহমুদ মিয়া, আব্দুর রহিম ও সেলিম মিয়াসহ আরও অনেকে।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “এই মহিলা মাদ্রাসা ও এতিমখানা নারীদের ধর্মীয় শিক্ষায় অগ্রগতি ও অবহেলিত শিশুদের আশ্রয় ও উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। সমাজের সব স্তরের মানুষের উচিত এই মহতী উদ্যোগে সক্রিয় সহযোগিতা করা।
আপনার মতামত লিখুন