স্কুলছাত্রী আনজুম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক গ্রেপ্তার

স্কুলছাত্রী আনজুম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক গ্রেপ্তার
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শেরপুর গ্রামে ঘটে যাওয়া স্কুলছাত্রী নাফিছা জান্নাত আনজুম (১৫) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনায় জড়িত মূল আসামী নরপশু জুনেলকে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করে পুলিশ বাহিনী।
নিহত আনজুম স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। ঘটনার পর থেকেই বিষয়টি ছিল ক্লুলেস ও রহস্যজনক। তবে মৌলভীবাজার জেলা পুলিশের তৎপরতায় দ্রুত সময়ের মধ্যেই হত্যার মূল রহস্য উন্মোচিত হয় এবং ঘাতককে গ্রেপ্তার করা সম্ভব হয়।
আজ সোমবার (তারিখ) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আসামিকে আদালতে তোলা হয়।
ঘটনার দ্রুত তদন্ত ও অপরাধীকে গ্রেপ্তার করায় এলাকাবাসী ও নিহতের পরিবার পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এদিকে, হত্যাকাণ্ড নিয়ে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, মামলাটি আরও তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত চার্জশিট প্রদান করা হবে।
আপনার মতামত লিখুন