ছাত্রনেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত


অদ্য ১৬ মে (শুক্রবার) বিকাল ৪ ঘটিকায়,ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছাত্রনেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল শহরের কালিঘাট রোড থেকে শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শ্রীমঙ্গল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলস্টেশন চত্ত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক,শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদল নেতা মোশাররফ হোসেন রাজ,শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদল নেতা শাহিন আহমেদ তুষার,শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদল নেতা বদরুজ্জামান রুহেল, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের নেতা মো: জামাল হোসেন, পৌর ছাত্রদল নেতা শাহাদাত হোসেন আকাশ, শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রদল নেতা মোবারক হোসেন মোস্তফা, প্রমুখ।
শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিয়ন, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মী প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে অংশ নেন।
আপনার মতামত লিখুন