মৌলভীবাজারে আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্যসহ ৭ জন গ্রেফতার: দেশীয় অস্ত্র, গুলি, নগদ টাকা ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

মৌলভীবাজারে আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্যসহ ৭ জন গ্রেফতার: দেশীয় অস্ত্র, গুলি, নগদ টাকা ও লুণ্ঠিত মালামাল উদ্ধার
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে সফল অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্যসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের একটি চৌকস টিম। অভিযানের সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি অস্ত্র, গুলি, নগদ অর্থ এবং সম্প্রতি সংঘটিত একটি ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে মৌলভীবাজারসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে সন্ত্রাস ও ডাকাতির সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে মৌলভীবাজার জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন