শ্রীমঙ্গলে ছাত্রদল নেতার হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

শ্রীমঙ্গলে ছাত্রদল নেতার হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের ছাত্র ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) বিকেল ৩টায় শ্রীমঙ্গল সরকারি কলেজ প্রাঙ্গণে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
প্রথমে কলেজ প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় যা শহরের কলেজ সড়ক, চৌমুহনা চত্বর ও স্টেশন সড়ক প্রদক্ষিণ করে রেলস্টেশন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদল নেতা মোশারফ হোসেন রাজ। এছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের নেতা বদরুজ্জামান রুহেল, আলামিন হোসেন, তুষার আহমেদ শাহিন, মো: জামাল হোসেন, পৌর ছাত্রদল নেতা মো. শহিদুল ইসলাম নূর, মো. শাহাদাত হোসেন আকাশ, কলেজ ছাত্রদল নেতা মো. সামাদ খান, মো. মোবারক হোসেন, মো. আরমান হোসেন নিয়াজ, মো. রায়হান শিকদার ও মো. জুবায়েরসহ প্রায় দুই শতাধিক ছাত্রদল নেতা-কর্মী।
সমাবেশে বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আপনার মতামত লিখুন