বড়লেখায় শ্রুতিনন্দন একাডেমির আয়োজনে সাংস্কৃতিক কর্মীদের আনন্দ আড্ডা

বড়লেখায় শ্রুতিনন্দন একাডেমির আয়োজনে সাংস্কৃতিক কর্মীদের আনন্দ আড্ডা
হানিফ পারভেজ
বড়লেখা,(মৌলভীবাজার)—
বাংলা নববর্ষ-১৪৩২ বঙ্গাব্দ বরণ উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় আনন্দ আড্ডায় মেতে উঠলেন সাংস্কৃতিক কর্মীরা। একে অপরের সঙ্গে দেখা হওয়ার পর আড্ডায় মেতে ওঠেন। শ্রুতিনন্দন একাডেমির শিক্ষার্থীদের আয়োজনে ও উদীচী শিল্পীগোষ্ঠী বড়লেখা উপজেলা শাখার সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (২০ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, শ্রুতিনন্দন একাডেমি প্রাঙ্গণে ঘরোয়া আনন্দ-আড্ডায়, ভাব ও ভাবনার প্রাণখোলা বিনিময়ের মধ্য দিয়ে বিভিন্ন সাংস্কৃতি, সামাজিক সংগঠনের ব্যক্তিদের নিয়ে বর্ষবরণ উপলক্ষে আনন্দ আড্ডায় মত্ত্ব থাকেন সাংস্কৃতিক কর্মীরা।
আয়োজক বৃন্দের অন্যতম পরিচালক শুভাশিস দে শুভ্র সকাল থেকে বিরুপ আবহাওয়া দেখে অনেকটা চিন্তিত হয়ে পড়েন মেঘাচ্ছন্ন আকাশ আর গুড়ি-গুড়ি বৃষ্টিতে বেলা গড়িয়ে দুপুর হতে না হতেই একে একে এসেছেন অতিথিরা; আর অতিথিদের আগমনে তিনি খুশিতে আত্মহারা হয়ে সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অবশ্য দিনের পরের অংশে সবাই ছিলেন গল্পে মশগুল।
বড়লেখা শিল্পকলা একাডেমির সংগীত শিক্ষক তপন চৌধুরী ও উদীচী শিল্পীগোষ্ঠীর আবৃত্তি বিভাগের শিক্ষক হালিমাতুন সাদিয়া লিলির পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে রবীন্দ্র, নজরুল, লালন, হাছন, মুর্শিদী, বাউল, ভাটিয়ালী, আঞ্চলিক, পুরনো দিনের গান ও আবৃত্তি পরিবেশন করেন শ্রুতিনন্দন একাডেমির শিক্ষার্থীরা এবং মুখরিত করে রাখেন অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে বড়লেখার বিভিন্ন মহলের বিশিষ্টজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন উদীচী শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি প্রভাষক বদরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্র, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ হানিফ পারভেজ, সদস্য মুজিবুর রহমান, কাজল চন্দ, কাজল দাস, দীপ্তা দাস।
এসময় আড্ডায় যুক্ত হন ইনডিজিনিয়াস বড়লেখা শাখার সাধারণ সম্পাদক প্রসেন্জিত শর্মা, রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের সহকারি শিক্ষক বিমলা দেবী, মমতা রাণী দত্ত, মৌসুমী দত্ত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব টিটু দেবনাথসহ অনেকেই তাছাড়া এই আড্ডায় বাদ যাননি শ্রুতিনন্দন একাডেমির সংগীত বিভাগের শিক্ষক রিক্তা চন্দ সম্পা তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে আনন্দ উপভোগ করেন। পরে শুভাশিস দে শুভ্র’র সহধর্মিণীর হাতের বৈশাখের ঐতিহ্যবাহী ও মুখরোচক খাবারে রসনা বিলাসে এই আয়োজনের পূর্ণতা পায়।
বর্ষবরণে উপলক্ষে আনন্দ-আড্ডায়, ভাব ও ভাবনার প্রাণ খোলা এমন বাঙালিয়ানা আতিথিয়েতা ও ঘরোয়া আয়োজনের আন্তরিকতায় উপস্থিত অতিথিরা শ্রুতিনন্দন একাডেমির এই আয়োজন বেশ উপভোগ করেছেন।
আপনার মতামত লিখুন