শ্রীমঙ্গলে চা শ্রমিকদের রঙিন ফাগুয়া উৎসব উদযাপন


শ্রীমঙ্গলে চা শ্রমিকদের রঙিন ফাগুয়া উৎসব উদযাপন
জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
চা শ্রমিকদের প্রাণের উৎসব ফাগুয়া এবারও রঙিন আয়োজনে উদযাপিত হলো মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। শনিবার বিকেলে উপজেলার ফুলছড়া চা বাগান মাঠে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় এই ঐতিহ্যবাহী উৎসব।
উৎসবের সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা ফারুকী। তিনি বলেন, “এই উৎসবের প্রাণবন্ততা দেখে আগামী বছর সরাসরি অংশ নিতে আমি মুখিয়ে থাকব।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম, এবং চা শ্রমিকদের প্রতিনিধি পরিমল সিং বাড়াইক। স্বাগত বক্তব্য দেন ফাগুয়া উৎসব উদযাপন কমিটির সভাপতি প্রীতম দাশ।
উৎসবে ১৮টি চা বাগানের সাংস্কৃতিক দল অংশ নেয়। ভোজপুরি গীত, কুরমালি, কুই, ওড়িয়া, মুন্ডারী, সাঁওতালসহ নানা নৃত্যে মুখরিত হয় পুরো মাঠ। হাজারো দর্শনার্থী মনোমুগ্ধকর পরিবেশনায় মুগ্ধ হন।
চা শ্রমিকদের এই নিজস্ব সংস্কৃতির বৈচিত্র্যময় প্রকাশ আগামী দিনেও উৎসবের মাধ্যমে জাতীয় পর্যায়ে তুলে ধরা হবে—এমন প্রত্যাশাই সবার।
আপনার মতামত লিখুন