খুঁজুন
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ, ১৪৩২

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বাহুবলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ণ
পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বাহুবলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বাহুবলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মিয়া সিজিল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি

আসন্ন পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে বাহুবল উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ০৯ই এপ্রিল ২০২৫ ইং, রোজ বুধবার উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব গিয়াস উদ্দিন। এতে উপস্থিত ছিলেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব জাহিদুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ আবিদ এবং তার ছোট ভাই সুজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় নিরাপত্তা ব্যবস্থা, সাংস্কৃতিক আয়োজন ও অন্যান্য প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সকলে আশাবাদ ব্যক্ত করেন, এবারের পহেলা বৈশাখ উৎসব সুন্দর ও সফলভাবে উদযাপিত হবে।

বাহুবলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ সাংবাদিক হারিছের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১২:১১ অপরাহ্ণ
বাহুবলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ সাংবাদিক হারিছের বিরুদ্ধে

বাহুবলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ সাংবাদিক হারিছের বিরুদ্ধে

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী বাজারে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে উপজেলার যাদবপুর গ্রামের মৃত গোল মিয়ার ছেলে সাংবাদিক এফ আর হারিছের বিরুদ্ধে।

সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় সময় উপজেলার পুটিজুরী বাজারে চক মন্ডলকাপন গ্রামের ফরিদ মিয়ার ছেলে সোহাগ (৮) বাজারে আসলে তাকে ভুলিয়ে-ভালিয়ে বাজারে সুন্দর আলী মার্কেটের ছাদের উপরে নিয়ে বলাৎকার করে এফ আর হারিছ। পরে স্থানীয়রা ওই সাংবাদিক এফ আর হারিছ কে আটক করে বাজার কমিটির কাছে সোপর্দ করে।

স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায়  উপজেলার পুটিজুরী বাজারে মাদ্রাসার ছাত্র বাজারে আসলে সাংবাদিক হারিছ তার সাথে বলাৎকারের ঘটনা ঘটায়। এর আগেও কয়েকবার সাংবাদিক এফ আর  হারিছ বলাৎকার করতে গিয়ে ধরা খেয়েছেন। পরবর্তীতে বিচারের মাধ্যমে ক্ষমা চেয়ে পার পেয়েছেন।

এ ঘটনায় ওই ছাত্রের বাবা ফরিদ মিয়া বলেন,  আমি থানায় মামলা দায়ের করতে যাই। তখন পুটিজুরী বাজার কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদক স্হানীয়ভাবে মীমাংসা করে দিবেন বলে আমাকে আশ্বস্ত করে থানা থেকে নিয়ে আসেন।

পুটিজুরী বাজার কমিটির সাধারণ সম্পাদক আমরু মিয়া বলেন, আমরা ঘটনার সত্যতা পেয়েছি যেহেতু বাজারে ঘটনা তাই আমরা বাজারে বসে শেষ করার জন্য আগামী বৃহস্পতিবার বাদ এশা তারিখ করেছি।

 

বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ছেলের বাবা থানায় এসেছিলেন অভিযোগ দেওয়ার জন্য পরবর্তীতে আর অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে তদন্ত-পূর্বক ব্যবস্থা গ্রহণ করব।

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীমঙ্গলে বর্ষবরণ-১৪৩২ এসো হে বৈশাখ, এসো এসো!

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৩:১২ অপরাহ্ণ
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীমঙ্গলে বর্ষবরণ-১৪৩২ এসো হে বৈশাখ, এসো এসো!

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীমঙ্গলে বর্ষবরণ-১৪৩২
এসো হে বৈশাখ, এসো এসো!

হৃদয় আহ‌মেদ রা‌সেল, শ্রীমঙ্গল প্রতিনিধি:
“এসো হে বৈশাখ, এসো এসো”—এই প্রাচীন বাংলার আহ্বানে মুখরিত হয়ে উঠেছিল শ্রীমঙ্গল। বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সোমবার সকাল থেকেই শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে পালিত হয় বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠান।

সকাল ৯টায় উপজেলা চত্বর থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা, যাতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, সাংস্কৃতিক কর্মী, শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে পরিবেশিত হয় বাউল গান, লোকনৃত্য, কবিতা আবৃত্তি ও বৈশাখী গান। স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।

বৈশাখী মেলা ও গ্রামীণ ঐতিহ্যবাহী আয়োজন দিনব্যাপী চলতে থাকে। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবের আমেজ ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রাণবন্ত প্রকাশ।

বাহুবলে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন: শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

মিয়া সি‌জিল
প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ২:৫৬ অপরাহ্ণ
বাহুবলে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন: শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

বাহুবলে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন: শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

মিয়া সি‌জিল, জেলা প্রতিনিধি:
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বাহুবল উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (পহেলা বৈশাখ) সকাল ১০টায় উপজেলা সদরের প্রধান সড়কে সার্বজনীন শোভাযাত্রাটি বের হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ গিয়াস উদ্দিন। এতে আরও উপস্থিত ছিলেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মফিজুর রহমান, কৃষি অফিসার চিন্ময় কর অপু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলী আকবর, প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী এবং বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

শোভাযাত্রা শেষে উপজেলা সভাকক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে নববর্ষ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।