
ঈদের ছুটিতে মাধবকুন্ড জলপ্রপাতে পর্যটকের ঢল
হানিফ পারভেজ,বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মাধবকুন্ড জলপ্রপাতে বছর জুড়ে পর্যটকদের ভিড় লেগেই থাকে। তবে ঈদ উৎসবে পর্যটকদের সমাগম একটু বৃদ্ধি পায়। এতে মুখরিত হয় পর্যটন এলাকা। হাসি ফুঠে ওঠে স্থানীয় ব্যবসায়ীদের মুখে।
এবারও ঈদ উল ফিতরের ছুটিতে মাধবকুন্ডে পর্যটকদের ঢল নেমেছে।
বনবিভাগ ও স্থানীয় সুএে জানা যায়,ঈদের প্রথম দিন থেকে দ্বিতীয় দিন বিকেল পাঁচটা পর্যন্ত মাধবকুন্ড জলপ্রপাতে প্রায় ৫ হাজার পর্যটকের সমাগম ঘটেছে। প্রতিদিন আশপাশের উপজেলার মানুষ ছাড়াও দেশের অন্যান্য জেলা এবং বিদেশী পর্যটকরা ভিড় করছেন মাধবকুন্ডে। এতে বেচাকেনা ভালো হওয়ায় স্থানীয় ব্যবসায়ীদের মুখে হাসি ফুটে ওঠেছে।
সরেজমিনে ঈদের পরের দিন দুপুরে দেখা গেছে, দূর-দূরান্ত থেকে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবসহ নানা বয়সী মানুষ বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের ছোট-বড় যানবাহনে করে মাধবকুন্ডে বেড়াতে আসছেন। মৌলভীবাজার জেলা পরিষদের নির্মিত গাড়ি রাখার টার্মিনালে জায়গা না হওয়ায় আগত পর্যটকরা সড়কের ওপর গাড়ি পার্কিং করেছেন। এতে অনেক সময় যানজটের সৃষ্টি হচ্ছে। স্থানীয় দোকানগুলোতে জমজমাট বিকিকিনি হচ্ছে।
জলপ্রপাতের পানিতে নানা বয়সী মানুষ সাঁতার কাটছেন। হই চই করছেন। কেউ কেউ প্রিয়জনদের ছবি ক্যামেরাবন্ধি করছেন।
পর্যটকের নিরাপত্তায় পুলিশ সবসময় কাজ করছে। আগত পর্যটকরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে যাতে পাহাড় চূড়ায় না উঠতে পারে, সেজন্য পুলিশ সর্তক আছে।
বনবিভাগের বড়লেখা রেঞ্জের এক রেঞ্জ কর্মকর্তা বলেন, ‘ঈদের ছুটিতে দেশের বিভিন্ন জায়গার পর্যটকদের পাশাপাশি বিদেশী পর্যটকরা মাধবকুন্ডে বেড়াতে আসছেন। প্রতিদিন পর্যটকের সংখ্যা বাড়ছে। আমরা সবসময় নজর রাখছি, যাতে পর্যটকদের কোন অসুবিধা না হয়।
আপনার মতামত লিখুন