শ্রীমঙ্গলে জমজমাট ঈদের কেনাকাটা


শ্রীমঙ্গলে জমজমাট ঈদের কেনাকাটা
আব্দুস শহীদ, শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গল শহরের বিভিন্ন কাপড়ের দোকান ও বড় শপিং মলগুলোতে ঈদের কেনাকাটার জমজমাট পরিবেশ দেখা গেছে। মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের উপচেপড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।
শহরের পরিচিত মার্কেটগুলোর মধ্যে শাপলা, মিতালি ও এম সাইফুর রহমান মার্কেটে ছিল সবচেয়ে বেশি ভিড়। এম সাইফুর রহমান মার্কেটে এক ক্রেতার সঙ্গে আলাপ করে জানা গেছে, এবারের ঈদের পোশাকের দাম গত বছরের তুলনায় কিছুটা বেশি হলেও তা এখনো সাধারণ মানুষের সাধ্যের মধ্যে রয়েছে।
এদিকে, এক ব্যবসায়ী জানান, এবারের ঈদে বেচাকেনা ভালো হচ্ছে এবং এখনো পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হননি। তিনি আশা প্রকাশ করেন যে ঈদের কেনাকাটা শেষ পর্যন্ত সফলভাবে সম্পন্ন হবে।
শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক থাকায় ক্রেতা-বিক্রেতারা স্বস্তির সঙ্গে কেনাকাটা করতে পারছেন। বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এছাড়া, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সফলভাবে বাজার তদারকি করছে। অনিয়ম ধরা পড়লে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা ও জরিমানা করা হচ্ছে। ফলে ক্রেতারা নির্ভয়ে কেনাকাটা করতে পারছেন।
সব মিলিয়ে, এবারের ঈদের কেনাকাটা স্বস্তিদায়ক ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হওয়ার আশা করা যাচ্ছে।
আপনার মতামত লিখুন