কমলগঞ্জে বিএনপির বিশাল গণ ইফতার অনুষ্ঠিত


কমলগঞ্জে বিএনপির বিশাল গণ ইফতার অনুষ্ঠিত
আব্দুস শহীদ, কমলগঞ্জ প্রতিনিধি
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কমলগঞ্জ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কমলগঞ্জ উপজেলা মাঠে বিশাল গণ ইফতারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ শামীম আহমদ। এছাড়াও শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
আজকের বিশাল গণ ইফতার আয়োজন উপলক্ষে সারা উপজেলা জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছিল। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব বলেন, “যারা ১৭ বছর আমাদের একটি ধর্মীয় অনুষ্ঠান পর্যন্ত করতে দেয়নি, আজ তাদের পরিণতি কী, আপনারাই অনুভব করতে পারছেন। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ।”
পরে তিনি আগত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
আজকের ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক মোঃ নুরে আলম সিদ্দিকী, সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোঃ তাজ উদ্দিন তাজু, যুবদল সভাপতি মহিউদ্দিন ঝারু, পৌর যুবদলের নেতা মোঃ আব্দুল কাদির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুস শহীদ, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ মেহেদী হাসান, শ্রীমঙ্গল পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ জাহিদ, সদস্য সচিব মোঃ গোলাম সরওয়ার রিমনসহ কমলগঞ্জ উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন