বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার

বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার
হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি
ঈদ ঘনিয়ে আসতেই মৌলভীবাজার জেলার বড়লেখার বিভিন্ন বিপণিবিতান ও মার্কেটে চলছে শেষ মুহূর্তের বেচা-কেনা।জমে উঠেছে ঈদ বাজার। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত দোকানগুলোতে ভিড় করছে ক্রেতারা, কিনছেন পছন্দের পোশাক। বিক্রি ভালো হওয়ায় সন্তুষ্ট ব্যবসায়ীরাও।
আর এক দিন পরে পবিত্র ঈদুল ফিতর। শেষ সময়ে বড়লেখার বিপণিবিতান ও শপিংমলগুলো জমজমাট হয়ে উঠেছে। পছন্দের পোশাক, জুতা কিনতে ভিড় করছেন ক্রেতারা। ভিড় বেড়েছে প্রসাধনীর দোকানেও।
বড়লেখা পৌর শহরে পছন্দের পোশাকটি কিনতে ক্রেতারা ছুটছেন এক মার্কেট থেকে অন্য মার্কেটে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন বিপণিবতানে ভিড় লেগেই থাকছে। দোকানগুলোতে মিলছে দেশি-বিদেশি নানা পোশাক।
১৫ রোজার পর থেকেই ক্রেতাদের আনাগোনা বেড়েছে বড়লেখার বিভিন্ন শপিং মল ও ব্র্যান্ডের দোকানে। দাম নিয়ে ক্রেতাদের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়া থাকলেও বেচাকেনায় খুশি ক্রেতারা।
বড়লেখার বিপণি বিতানগুলোতে এখন ক্রেতাদের উপচে পড়া ভীড়। ক্রেতা আকর্ষণে বিপণি বিতানগুলোও সাজানো হয়েছে নতুন সাজে। নিরাপত্তার স্বার্থে মার্কেটগুলোতে প্রশাসনের পক্ষ থেকে রাখা হয়েছে বাড়তি নজরদারি।
এদিকে,উপজেলার দক্ষিণ ভাগ,কাঠাল তলী,আজিমগন্জ, রতুলী,শাহবাজ পুর,চান্দগ্রাম, দাসের বাজার ও ফকির বাজারে জমে উঠেছে ঈদবাজার।
কেনাকাটায় সরগরম বিপণিবিতানগুলো। এক দোকান থেকে আরেক দোকান ঘুরে দেখছেন রকমারি পণ্য। তবে দাম নিয়ে ক্রেতাদের অভিযোগ থাকলেও বেচাকেনায় খুশি ক্রেতারা। চাঁদ রাত পর্যন্ত বিক্রি চলবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
আপনার মতামত লিখুন