বড়লেখায় জামায়াতের উদ্যোগে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ


বড়লেখায় জামায়াতের উদ্যোগে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ
হানিফ পারভেজ, বড়লেখা থেকে–
মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ ভাগ উত্তর(কাঠালতলী) ইউনিয়ন শাখার উদ্যোগে শুক্রবার (২৮ মার্চ) দুপুরে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। এ নিয়ে তৃতীয়ধাপে উপজেলার ৮৩’টি ক্ষতিগ্রস্ত পরিবারে ঢেউটিন পৌছে দেওয়া হয়েছে।
ঢেউটিন বিতরণকালে দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন জামায়াতের সভাপতি হাজী লুৎফুর রহমানের সভাপতিত্ব ও সেক্রেটারি মাওলানা আব্দুস সালামের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা জামায়াতের শুরা-কর্মপরিষদ সদস্য ও জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম এবং পেশাজীবী বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল মোহাইমীন। এছাড়াও ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন