হাজী সেলিম ফাউন্ডেশনের আয়োজনে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

হাজী সেলিম ফাউন্ডেশনের আয়োজনে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল
শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সাংবাদিকদের সম্মানে হাজী সেলিম ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ রমজান (শুক্রবার) শ্রীমঙ্গলের হাজী সেলিম হাফিজিয়া মাদ্রাসায় এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী সেলিম ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সৈয়দ আলী, আর সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আল আমিন। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী সেলিম ফাউন্ডেশনের সহসভাপতি হাজী দুলাল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ. ফ. ম. আব্দুল হাই (ডন), দৈনিক বাংলার জেলা প্রতিনিধি সালাউদ্দিন শুভ, দৈনিক যুগান্তরের শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, দৈনিক খোলা কাগজের শ্রীমঙ্গল প্রতিনিধি এহসানুল হক, এবং দৈনিক খবরপত্রের কমলগঞ্জ প্রতিনিধি আব্দুল বাছিত প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতার নৈতিকতা, সমাজের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা এবং বর্তমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। আয়োজকরা সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সৌহার্দ্যপূর্ণ আয়োজন চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন