শ্রীমঙ্গল থানার আয়োজনে ২নং ভুনবীর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে বিট পুলিশিং সভা।

প্রতিবেদন:
শ্রীমঙ্গল থানার আয়োজনে ২নং ভুনবীর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে বিট পুলিশিং সভা।
শ্রীমঙ্গল থানার আয়োজনে ২নং ভুনবীর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে বিট পুলিশিং সভা। উক্ত সভায় মাদক, চোরাচালান, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন এবং ইভটিজিং প্রতিরোধের লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় আমিনুল ইসলাম মাদক ও অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “মাদক এবং অপরাধ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুধু পুলিশি ব্যবস্থা যথেষ্ট নয়, সকলের সহযোগিতা প্রয়োজন।”
এছাড়া নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয় এবং এলাকাবাসীকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত ব্যক্তিরা তাদের মতামত প্রকাশ করেন এবং পুলিশ প্রশাসনের সাথে একযোগে কাজ করার আশ্বাস দেন।
এ ধরনের উদ্যোগ এলাকাবাসীর মধ্যে অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করবে এবং সমাজকে নিরাপদ রাখতে সহায়তা করবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন