খুঁজুন
শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র, ১৪৩১

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ণ
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু লাশ উদ্ধার

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু লাশ উদ্ধার

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার)

মৌলভীবাজারের বড়লেখায় জাকিয়া বেগম (২০) নামে এক কাতার প্রবাসীর  স্ত্রীর রহস্যজনক মৃত্য হয়েছে। শুক্রবার রাতে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শ্বশুর বাড়ির লোকজনের দাবি, জাকিয়া আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা কেউই বলতে পারছেন না। পুলিশও প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে।

নিহত জাকিয়া উপজেলার বাদেপুকুরিয়া গ্রামের কাতার প্রবাসী আবুল হাসানের স্ত্রী। প্রায় ৭-৮ মাস আগে তাদের বিয়ে হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যার দিকে গৃহবধূ জাকিয়ার কোনো সাড়াশব্দ না পেয়ে শ্বশুর বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে তাকে গলায় শাড়ি দিয়ে ফাস লাগানো অবস্থায় ঘরের ভীমের সাথে ঝুলে থাকতে দেখেন। পরে বিষয়টা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। শনিবার ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

বড়লেখা থানার এইআই মো. আব্দুর রাজ্জাক শনিবার বিকেলে বলেন, গলায় ফাস লাগানো অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কোনো কারণ জানা যায়নি। মৃত্যুর আগে ওই গৃহবধূ স্বামীর সাথে ফোনে কথা বলেছেন। লাশে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের ময়নাতদন্ত হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

ঈদের ছুটিতে মাধবকুন্ড জলপ্রপাতে পর্যটকের ঢল

হা‌নিফ পার‌ভেজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ৯:১০ পূর্বাহ্ণ
ঈদের ছুটিতে মাধবকুন্ড জলপ্রপাতে পর্যটকের ঢল

ঈদের ছুটিতে মাধবকুন্ড জলপ্রপাতে পর্যটকের ঢল

হানিফ পারভেজ,বড়লেখা প্রতিনিধি

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মাধবকুন্ড জলপ্রপাতে বছর জুড়ে পর্যটকদের ভিড় লেগেই থাকে। তবে ঈদ উৎসবে পর্যটকদের সমাগম একটু বৃদ্ধি পায়। এতে মুখরিত হয় পর্যটন এলাকা। হাসি ফুঠে ওঠে স্থানীয় ব্যবসায়ীদের মুখে।

এবারও ঈদ উল ফিতরের ছুটিতে মাধবকুন্ডে পর্যটকদের ঢল নেমেছে।

বনবিভাগ ও স্থানীয় সুএে জানা যায়,ঈদের প্রথম দিন থেকে দ্বিতীয় দিন বিকেল পাঁচটা পর্যন্ত মাধবকুন্ড জলপ্রপাতে প্রায় ৫ হাজার পর্যটকের সমাগম ঘটেছে। প্রতিদিন আশপাশের উপজেলার মানুষ ছাড়াও দেশের অন্যান্য জেলা এবং বিদেশী পর্যটকরা ভিড় করছেন মাধবকুন্ডে। এতে বেচাকেনা ভালো হওয়ায় স্থানীয় ব্যবসায়ীদের মুখে হাসি ফুটে ওঠেছে।

সরেজমিনে ঈদের পরের দিন দুপুরে দেখা গেছে, দূর-দূরান্ত থেকে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবসহ নানা বয়সী মানুষ বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের ছোট-বড় যানবাহনে করে মাধবকুন্ডে বেড়াতে আসছেন। মৌলভীবাজার জেলা পরিষদের নির্মিত গাড়ি রাখার টার্মিনালে জায়গা না হওয়ায় আগত পর্যটকরা সড়কের ওপর গাড়ি পার্কিং করেছেন। এতে অনেক সময় যানজটের সৃষ্টি হচ্ছে। স্থানীয় দোকানগুলোতে জমজমাট বিকিকিনি হচ্ছে।

জলপ্রপাতের পানিতে নানা বয়সী মানুষ সাঁতার কাটছেন। হই চই করছেন। কেউ কেউ প্রিয়জনদের ছবি ক্যামেরাবন্ধি করছেন।

পর্যটকের নিরাপত্তায় পুলিশ সবসময় কাজ করছে। আগত পর্যটকরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে যাতে পাহাড় চূড়ায় না উঠতে পারে, সেজন্য পুলিশ সর্তক আছে।

বনবিভাগের বড়লেখা রেঞ্জের এক রেঞ্জ কর্মকর্তা বলেন, ‘ঈদের ছুটিতে দেশের বিভিন্ন জায়গার পর্যটকদের পাশাপাশি বিদেশী পর্যটকরা মাধবকুন্ডে বেড়াতে আসছেন। প্রতিদিন পর্যটকের সংখ্যা বাড়ছে। আমরা সবসময় নজর রাখছি, যাতে পর্যটকদের কোন অসুবিধা না হয়।

বাহুবলে ৩ সন্তানের জননীর বিষপানে আত্মহত্যা

মিয়া সি‌জিল
প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ৬:৫৬ অপরাহ্ণ
বাহুবলে ৩ সন্তানের জননীর বিষপানে আত্মহত্যা

 

বাহুবলে ৩ সন্তানের জননীর বিষপানে আত্মহত্যা
হবিগঞ্জ জেলা প্রতিনিধি, মিয়া সিজিল:

হবিগঞ্জের বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের মোদাহরপুর গ্রামে স্বামীর বাড়িতে বিষপানে আত্মহত্যা করেছেন মোছাঃ রশিদা বেগম (৩০) নামে এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার ১ এপ্রিল সকাল ১০টার দিকে উপজেলার স্নানঘাট ইউনিয়নের মোদাহরপুর গ্রামে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে মোছাঃ রশিদা বেগম (৩০) স্বামী আবুবকর সিদ্দিকের বাড়িতে বিষপান করেছেন বলে খবর পাওয়া যায়। খবর পেয়ে তাৎক্ষণিক রশিদার পরিবার তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে রশিদা বেগমের মৃত্যু হয়।

পরবর্তীতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বিকাল ৪টায় তার লাশ বাড়িতে আনা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শ্রীমঙ্গলে সংঘর্ষ: সাবেক মেয়র মহসিন মিয়া মধুসহ আটক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গলে সংঘর্ষ: সাবেক মেয়র মহসিন মিয়া মধুসহ আটক

শ্রীমঙ্গলে সংঘর্ষ: সাবেক মেয়র মহসিন মিয়া মধুসহ আটক

শ্রীমঙ্গল শহরের গদারবাজার এলাকায় টমটম পার্কিংকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে প্রায় ১৫০ জন আহত হন। সংঘর্ষে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে।

পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে সাবেক মেয়র ও মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহসিন মিয়া মধু, তার ভাইসহ কয়েকজনকে আটক করেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, মধু ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

এ ঘটনায় স্থানীয় বিএনপি ও অন্যান্য রাজনৈতিক নেতারা মধুর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি, তার গ্রেফতারকৃত সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।