বড়লেখায় ফিলিস্তিনে ইসরাইলী গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল


বড়লেখায় ফিলিস্তিনে ইসরাইলী গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
হানিফ পারভেজ.বড়লেখা (মৌলভীবাজার)—
ফিলিস্তিনের অসহায় নারী শিশু পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে মুসলমানদের উপর বর্বর ইসরাইলী গণহত্যার প্রতিবাদে ক্ষোভ চরমভাবে বিরাজমান।
মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুক্বাদ্দাসকে টার্গেট করে ইহুদী নাসারা ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর সন্ত্রাসী হামলা করে আসছে।
শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা মৌলভীবাজারের বড়লেখার বিভিন্ন মসজিদ থেকে সর্বস্তরের তৌহিদীর ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ বাজারে এক সমাবেশে মিলিত হয়।
বড়লেখা মোহাম্মদিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা কাজী এনামুল হকের সভাপতিত্বে ও তরুণ সমাজ সেবক ফয়সল আলম স্বপনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমদাদুল ইসলাম,সাংবাদিক এম. এম আতিকুর রহমান, প্রিন্সিপাল মাওলানা জিয়াউল হক, প্রভাষক তারেক আহমদ, তরুণ সমাজ সেবক মোহাম্মদ খায়রুল ইসলাম, মাওলানা আবুল হাসান হাদী, খতিব মাওলানা আব্দুল্লাহ আলী, যুবনেতা হাফিজ সফিক আহমদ প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে মুসলিম নিধন বন্ধে জাতিসংঘ সহ বিশ্বনেতাদের যথাযথ ভুমিকা পালনের দাবী জানান। সেই সাথে ইসরাইলী পন্য বয়কট করে বিশ্ববাসীকে জুলুম নির্যাতন নিপিড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
আপনার মতামত লিখুন