শ্রীমঙ্গলে ১২৫০ পরিবারে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ

শ্রীমঙ্গলে ১২৫০ পরিবারে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ
মো: আব্দুস শহিদ শ্রীমঙ্গল প্রতিনিধি
২০ মার্চ ২০২৫, পবিত্র রমজান উপলক্ষে যুক্তরাজ্যভিত্তিক সংগঠন “হৃদয়ে শ্রীমঙ্গল” শ্রীমঙ্গলের ভানুগাছ রোডের জেলা পরিষদ মিলনায়তনে ১২৫০ অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মসূচির সমন্বয়ক ফয়ছল আহমদ। প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি আব্দুর রকিব রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানা জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ মোঃ আব্দুল কুদ্দুস নিজামী।
ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন হৃদয়ে শ্রীমঙ্গলের প্রধান নির্বাহী এম এ হক কায়েস। এছাড়া বক্তব্য রাখেন কর্মসূচির অন্যান্য সমন্বয়ক ও অতিথিবৃন্দ।
খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে চাল, আলু, পিঁয়াজ, তেল, লবণ ও চানা ডালসহ প্রয়োজনীয় পণ্য অন্তর্ভুক্ত ছিল।
আয়োজকরা জানান, হৃদয়ে শ্রীমঙ্গল দীর্ঘ সাত-আট বছর ধরে বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। অনুষ্ঠানে উপস্থিত সবাই সংগঠনের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং অন্যান্য সংগঠন ও বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন