মৌলভীবাজারে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন

মৌলভীবাজারে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন
মৌলভীবাজার, ২৪ জুলাই:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “মব কালচার” এখন মানুষের মধ্যে চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে শাস্তি দেওয়ার অধিকার কারো নেই। আইনের শাসন প্রতিষ্ঠা না থাকলে বিচারহীনতার সংস্কৃতি আরও ভয়াবহ হবে।
তিনি বলেন, “পাঁচ আগস্টের পর থেকে দেশে মব কালচার নতুন মাত্রায় বৃদ্ধি পেয়েছে। প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। একজন মানুষকে অপরাধী সাব্যস্ত করার আগে তদন্ত ও বিচার প্রয়োজন। অথচ এখন জনগণ মব গঠন করে নিজেরাই শাস্তি দিচ্ছে। এ ধরনের ঘটনা আইনের পরিপন্থী।”
রিজভী অভিযোগ করেন, বর্তমান সরকার ও তাদের বিভিন্ন উপদেষ্টা গোষ্ঠী ক্ষমতা দীর্ঘস্থায়ী করার অপচেষ্টা করছে। তিনি বলেন, “গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের অনুগতরা ‘তিন বছর’, ‘পাঁচ বছর’ ক্ষমতায় থাকার কথা প্রচার করছে, যা গণতন্ত্রের জন্য হুমকি।”
তিনি আরও বলেন, একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন কমিশন গঠন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। “কমিশনারদের নিরপেক্ষতা নিশ্চিত করতে সংবিধানে সুনির্দিষ্ট বিধান রাখতে হবে। যারা মনোনীত হবেন, তাদের যেন নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের মানসিকতা থাকে।”
রিজভী বলেন, “আমরা এক কোটি নতুন প্রাথমিক সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। শিক্ষক, চাকরিজীবী, কৃষক, শ্রমিক, রিকশাচালকসহ সমাজের সম্মানিত ও পরিশ্রমী মানুষরাই হবেন বিএনপির শক্তি। কিন্তু দুর্বৃত্ত, চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজরা কোনোভাবেই সদস্য হতে পারবেন না।”
অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্যদের নবায়নের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রিজভী। জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক জি.কে. গউছ, সহ-সাংগঠনিক মিফতাহ সিদ্দিকী, সাবেক এমপি এম. নাসের রহমান, সৈয়দ আশরাফুল মজিদ খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় প্রাথমিক সদস্যপদ নবায়ন করেন এম নাসের রহমান, ফয়জুল করিম ময়ূন, আব্দুর রহিম রিপন, মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, আব্দুল মুকিত ও মিজানুর রহমান মিজান।
আপনার মতামত লিখুন