জোবায়দা রহমানের জন্মদিনে শ্রীমঙ্গলে যুবদলের দোয়া, আলোচনা ও বৃক্ষরোপণ কর্মসূচি

জোবায়দা রহমানের জন্মদিনে শ্রীমঙ্গলে যুবদলের দোয়া, আলোচনা ও বৃক্ষরোপণ কর্মসূচি
স্টাফ রিপোর্টার:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে শ্রীমঙ্গলে দোয়া মাহফিল, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে পৌর যুবদল।
শুক্রবার (২০ জুন) সকালে কলেজ রোডস্থ পল হ্যারিস স্কুল মাঠ ও শিশু উদ্যান মাঠে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান নওশাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক সদস্য দুরুদ আহমেদ মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মশিউর রহমান রিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু, যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি আমিরুল ইসলাম সামাদ, পৌর যুবদলের সাবেক নেতৃবৃন্দ মনির সিরাজী, জনি আহমেদ ও মনির হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের নেতা আব্দুল কাদির জিলানী, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সজিব কান্তি দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইমরান মিয়া, সাতগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মারজান আহমেদ রাব্বি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ওয়াসিম আহমেদসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ডা. জোবায়দা রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে বিভিন্ন স্কুল-কলেজ প্রাঙ্গণে ফলজ ও ঔষধি বৃক্ষরোপণ করা হয়।
আপনার মতামত লিখুন