ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীমঙ্গলে বর্ষবরণ-১৪৩২ এসো হে বৈশাখ, এসো এসো!

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীমঙ্গলে বর্ষবরণ-১৪৩২
এসো হে বৈশাখ, এসো এসো!
হৃদয় আহমেদ রাসেল, শ্রীমঙ্গল প্রতিনিধি:
“এসো হে বৈশাখ, এসো এসো”—এই প্রাচীন বাংলার আহ্বানে মুখরিত হয়ে উঠেছিল শ্রীমঙ্গল। বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সোমবার সকাল থেকেই শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে পালিত হয় বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠান।
সকাল ৯টায় উপজেলা চত্বর থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা, যাতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, সাংস্কৃতিক কর্মী, শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে পরিবেশিত হয় বাউল গান, লোকনৃত্য, কবিতা আবৃত্তি ও বৈশাখী গান। স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।
বৈশাখী মেলা ও গ্রামীণ ঐতিহ্যবাহী আয়োজন দিনব্যাপী চলতে থাকে। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবের আমেজ ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রাণবন্ত প্রকাশ।
আপনার মতামত লিখুন