খুঁজুন
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ, ১৪৩২

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বাহুবলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ণ
পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বাহুবলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বাহুবলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মিয়া সিজিল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি

আসন্ন পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে বাহুবল উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ০৯ই এপ্রিল ২০২৫ ইং, রোজ বুধবার উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব গিয়াস উদ্দিন। এতে উপস্থিত ছিলেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব জাহিদুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ আবিদ এবং তার ছোট ভাই সুজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় নিরাপত্তা ব্যবস্থা, সাংস্কৃতিক আয়োজন ও অন্যান্য প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সকলে আশাবাদ ব্যক্ত করেন, এবারের পহেলা বৈশাখ উৎসব সুন্দর ও সফলভাবে উদযাপিত হবে।

বড়লেখায় নিসচার উদ্যোগে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ণ
বড়লেখায় নিসচার উদ্যোগে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বড়লেখায় নিসচার উদ্যোগে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

 

হানিফ পারভেজ, বড়লেখা(মৌলভীবাজার)—

ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে শুক্রবার বাদ জুম্মা বড়লেখা পৌর শহরে বিক্ষোভ মিছিল ও উত্তর চৌমুহনীস্থ গোল চত্বরে সমাবেশ করেছে জাতীয় সমাজিক সেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।

নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক রেদওয়ান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ, মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম, নয়াগ্রাম উত্তর চৌমুহনী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান, ব্যবসায়ী ফয়জুর রহমান, ইসলাম উদ্দিন, আব্দুল হান্নান, আব্দুস শহীদ খান, আব্দুর রাজ্জাক, বড়লেখা ওয়ারিয়র্সের স্থায়ী কমিটির সদস্য শরফ উদ্দিন, নিসচা উপজেলা সহ সভাপতি আব্দুল আজিজ, গোলাম কিবরিয়া, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক নূরে আলম মোহন, কার্যনির্বাহী সদস্য অজিত রবি দাস, জাকারিয়া আহমদ, শাহরিয়ার শাকিল, মাহিনুর ইসলাম মাহিন ও আফজাল হোসেন রুমেল প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর অব্যাহত গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘন বিশ্ব বিবেককে হতবাক করেছে। মুসলিম উম্মাহ ও মানবতাবাদী শক্তির উচিত অবিলম্বে এ নির্মমতার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়ানো। বক্তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই অমানবিক নির্যাতন বন্ধে কার্যকর ভূমিকা নিতে হবে এখনই।

সমাবেশে ফিলিস্তিনের শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পক্ষে ভূমিকা রাখার আহবান জানানো হয়।

শায়েস্তাগঞ্জে মাঠ থেকে ৬০ বছরের বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৮:১৭ অপরাহ্ণ
শায়েস্তাগঞ্জে মাঠ থেকে ৬০ বছরের বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

শায়েস্তাগঞ্জে মাঠ থেকে ৬০ বছরের বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের মাঠ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার( ১৮ এপ্রিল) দুপুর ১২ টার দিকে এ লাশটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিক মৃতব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) দিলিপ কান্ত নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, মাঠে ধান কাটা কৃষকদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। ধারণ করা হচ্ছে গতকাল সন্ধ্যা অথবা রাতে বৃদ্ধ লোকটি মারা গেছে। তবে কিভাবে মারা গেছে এখন কিছু বলা যাচ্ছে না।

বাহুবলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ সাংবাদিক হারিছের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১২:১১ অপরাহ্ণ
বাহুবলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ সাংবাদিক হারিছের বিরুদ্ধে

বাহুবলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ সাংবাদিক হারিছের বিরুদ্ধে

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী বাজারে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে উপজেলার যাদবপুর গ্রামের মৃত গোল মিয়ার ছেলে সাংবাদিক এফ আর হারিছের বিরুদ্ধে।

সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় সময় উপজেলার পুটিজুরী বাজারে চক মন্ডলকাপন গ্রামের ফরিদ মিয়ার ছেলে সোহাগ (৮) বাজারে আসলে তাকে ভুলিয়ে-ভালিয়ে বাজারে সুন্দর আলী মার্কেটের ছাদের উপরে নিয়ে বলাৎকার করে এফ আর হারিছ। পরে স্থানীয়রা ওই সাংবাদিক এফ আর হারিছ কে আটক করে বাজার কমিটির কাছে সোপর্দ করে।

স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায়  উপজেলার পুটিজুরী বাজারে মাদ্রাসার ছাত্র বাজারে আসলে সাংবাদিক হারিছ তার সাথে বলাৎকারের ঘটনা ঘটায়। এর আগেও কয়েকবার সাংবাদিক এফ আর  হারিছ বলাৎকার করতে গিয়ে ধরা খেয়েছেন। পরবর্তীতে বিচারের মাধ্যমে ক্ষমা চেয়ে পার পেয়েছেন।

এ ঘটনায় ওই ছাত্রের বাবা ফরিদ মিয়া বলেন,  আমি থানায় মামলা দায়ের করতে যাই। তখন পুটিজুরী বাজার কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদক স্হানীয়ভাবে মীমাংসা করে দিবেন বলে আমাকে আশ্বস্ত করে থানা থেকে নিয়ে আসেন।

পুটিজুরী বাজার কমিটির সাধারণ সম্পাদক আমরু মিয়া বলেন, আমরা ঘটনার সত্যতা পেয়েছি যেহেতু বাজারে ঘটনা তাই আমরা বাজারে বসে শেষ করার জন্য আগামী বৃহস্পতিবার বাদ এশা তারিখ করেছি।

 

বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ছেলের বাবা থানায় এসেছিলেন অভিযোগ দেওয়ার জন্য পরবর্তীতে আর অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে তদন্ত-পূর্বক ব্যবস্থা গ্রহণ করব।