খুঁজুন
বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র, ১৪৩১

বড়লেখায় জামায়াতের উদ্যোগে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

হা‌নিফ পার‌ভেজ
প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ৪:২২ পূর্বাহ্ণ
বড়লেখায় জামায়াতের উদ্যোগে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

বড়লেখায় জামায়াতের উদ্যোগে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

হানিফ পারভেজ, বড়লেখা থেকে–

মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ ভাগ উত্তর(কাঠালতলী) ইউনিয়ন শাখার উদ্যোগে শুক্রবার (২৮ মার্চ) দুপুরে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। এ নিয়ে তৃতীয়ধাপে উপজেলার ৮৩’টি ক্ষতিগ্রস্ত পরিবারে ঢেউটিন পৌছে দেওয়া হয়েছে।

ঢেউটিন বিতরণকালে দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন জামায়াতের সভাপতি হাজী লুৎফুর রহমানের সভাপতিত্ব ও সেক্রেটারি মাওলানা আব্দুস সালামের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা জামায়াতের শুরা-কর্মপরিষদ সদস্য ও জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম এবং পেশাজীবী বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল মোহাইমীন। এছাড়াও ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বাহুবলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ণ
পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বাহুবলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বাহুবলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মিয়া সিজিল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি

আসন্ন পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে বাহুবল উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ০৯ই এপ্রিল ২০২৫ ইং, রোজ বুধবার উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব গিয়াস উদ্দিন। এতে উপস্থিত ছিলেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব জাহিদুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ আবিদ এবং তার ছোট ভাই সুজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় নিরাপত্তা ব্যবস্থা, সাংস্কৃতিক আয়োজন ও অন্যান্য প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সকলে আশাবাদ ব্যক্ত করেন, এবারের পহেলা বৈশাখ উৎসব সুন্দর ও সফলভাবে উদযাপিত হবে।

বড়লেখার ৯ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ১১:২১ অপরাহ্ণ
বড়লেখার ৯ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

বড়লেখার ৯ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

হানিফ পারভেজ,বড়লেখা(মৌলভীবাজার)—

বড়লেখা উপজেলার ৯টি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার রাতে উপজেলা যুবদলের এসএম শরিফুল ইসলাম বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির পলাশ ও সদস্য সচিব ইকবাল হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

আহ্বায়ক কমিটিগুলো হচ্ছে- বর্ণি ইউনিয়নের আহ্বায়ক রুহেল আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সল আহমদ, সদস্য সচিব জাকারিয়া আহমেদ; নিজ বাহাদুরপুর ইউনিয়নের আহ্বায়ক ইউপি সদস্য এমরানুল হক বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ মজনু, সদস্য সচিব আমান উদ্দিন; উত্তর শাহবাজপুর ইউনিয়নের আহ্বায়ক আলিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস শুক্কুর, সদস্য সচিব মারুফ আহমদ; দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের আহ্বায়ক ফখরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব আফজাল হোসেন চৌধুরী রিপন; বড়লেখা সদর ইউনিয়নের আহ্বায়ক আব্দুল লতিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামিল আহমদ, সদস্য সচিব আবু হানিফ জাকারিয়া; তালিমপুর ইউনিয়নের আহ্বায়ক ইউপি সদস্য তাজুল ইসলাম আইজুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউপি সদস্য ছালেহ আহমদ, সদস্য সচিব শাহিন আহমদ; দক্ষিণ ভাগ উত্তর (কাঠালতলী) ইউনিয়নের আহ্বায়ক আব্দুল মুকিত ফাহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন রুবুল, সদস্য সচিব শাহ্ আলম; সুজানগর ইউনিয়নের আহ্বায়ক মকবুল হোসেন সেবুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর হোসেন, সদস্য সচিব রুবেল আহমদ; দক্ষিণভাগ ইউনিয়নের আহ্বায়ক এবি সিদ্দিকী দুলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান, সদস্য সচিব ইউপি সদস্য আমিনুল হক।
ঘোষিত আহ্বায়ক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে প্রতিটি ওয়ার্ড কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

শ্রীমঙ্গলে খাবার পানির তীব্র সংকট, টিউবওয়েল থেকেও মিলছে না পানি

হৃদয় আহমেদ রা‌সেল
প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৩:২৫ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে খাবার পানির তীব্র সংকট, টিউবওয়েল থেকেও মিলছে না পানি

শ্রীমঙ্গলে খাবার পানির তীব্র সংকট, টিউবওয়েল থেকেও মিলছে না পানি

গ্রামীণ জনপদে চরম দুর্ভোগ, জনমনে হতাশা ও উৎকণ্ঠা

শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভয়াবহভাবে দেখা দিয়েছে খাবার পানির সংকট।

বিশেষ করে ভুণবীর ইউনিয়ন, সিন্দুরখান ইউনিয়নের বেশ কিছু গ্রামে টিউবওয়েল থেকেও পানি পাওয়া যাচ্ছে না, এমন অভিযোগ করেছেন এলাকাবাসী।

এই অস্বাভাবিক পরিস্থিতিতে গ্রামবাসীরা রয়েছেন চরম হতাশা ও ভোগান্তিতে।

তাদের কথায়, এমন দৃশ্য আগে কখনও দেখা যায়নি।

অনেকে বিষয়টিকে আল্লাহর গজব হিসেবেও মনে করছেন।

স্থানীয়দের মতে নদী-খাল শুকিয়ে গেছে, কুয়োতে পানি নেই, এখন টিউবওয়েলেও পানি উঠে না।

খাবার পানি সংগ্রহ করাই যেন এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।”

এই সংকটে বিশেষ করে কষ্ট পাচ্ছে শিশুরা, বৃদ্ধরা ও নারী সদস্যরা। পানির অভাবে খাবার তৈরি, গৃহস্থালি কাজ, এমনকি দৈনন্দিন জীবনযাপনও ব্যাহত হচ্ছে।

প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি।

আশা করছি, দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এই জনদুর্ভোগ লাঘব করা হবে।