বড়লেখায় জামায়াতের উদ্যোগে কর্মী শিক্ষা শিবির ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বড়লেখায় জামায়াতের উদ্যোগে কর্মী শিক্ষা শিবির ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
হানিফ পারভেজ,বড়লেখা(মৌলভীবাজার)–
সোমবার (২৪ মার্চ) মৌলভীবাজারের বড়লেখায় জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী শিক্ষা শিবির ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
উপজেলা জামায়াতের আমীর এমাদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিতের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের শুরা-কর্ম পরিষদ সদস্য ও সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা ইসলাম উদ্দিন, উপজেলা জামায়াতের সাবেক আমীর মো. আজির উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর ফয়জুর রহমান, বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা আবদুস সবুর, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদিন, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা এনামুল হক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফয়সল আহমদ, আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান, উপজেলা পেশাজীবি বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল মোহাইমীন, যুব বিভাগের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি রবিউল ইসলাম সুহেল, ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি হুমায়ুন কবির সাজু। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক, পেশাজীবি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রমুখ।
উল্লেখ্য যে, দুপুর ২ টায় পৌর শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে কুরআন থেকে দারস পেশ করেন জেলা শুরা-কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হক।
আপনার মতামত লিখুন