বাহুবলে খাদ্যবান্ধব চাল চুরির সময় জনতার হাতে আটক

বাহুবলে খাদ্যবান্ধব চাল চুরির সময় জনতার হাতে আটক
মিয়া মোহাম্মদ সিজিল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবল উপজেলার ৫নং লামাতাশি ইউনিয়নের নন্দনপুর এলাকায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল চুরি করে পাচারের সময় স্থানীয় জনতা ১৪ বস্তা চালসহ একটি টমটম আটক করেছে।
সোমবার (২২ অক্টোবর ২০২৫ ইং) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, টমটমে করে চাল পাচার করা হচ্ছিল। স্থানীয়রা টমটম থামিয়ে চাল জব্দ করেন।
খবর পেয়ে স্থানীয় ৩নং ওয়ার্ডের মেম্বার শাহ আবিদ মিয়াকে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেন। পরে ইউএনও’র নির্দেশে মেম্বার শাহ আবিদ মিয়া জনতার সহায়তায় জব্দকৃত টমটম ও ১৪বস্তা চাল থানায় নিয়ে যান। বর্তমানে চালগুলো বাহুবল থানায় জব্দ অবস্থায় রয়েছে বলে আবিদ মেম্বার জানিয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায় গত মাসেও একই ইউনিয়ন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬ বস্তা চাল আটক করে থানায় রাখা হয়েছিল। এ বিষয়ে তদন্ত চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, অসাধু ডিলার ও প্রভাবশালীদের যোগসাজশে গরিব ও অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি চাল বারবার আত্মসাৎ করা হচ্ছে।
আপনার মতামত লিখুন