বড়লেখা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল

বড়লেখা উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল আগামীকাল
হানিফ পারভেজ
বড়লেখা,মৌলভীবাজার
বড়লেখা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল আগামীকাল শনিবার মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সকাল ১১টায় পানিধার আব্দুর রহমান কনভেনশন হলে উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে।
বেশ কয়েক বছর পর মুক্ত পরিবেশে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হওয়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্য ও উচ্ছ্বাস বিরাজ করছে।
কাউন্সিল ঘিরে প্রবীণ-নবীনদের নেতৃত্ব লড়াই জমে ওঠেছে। সমর্থন আদায়ে বিভিন্ন প্রার্থীরা কাউন্সিলরদের বাড়ি বাড়ি চষে বেড়াচ্ছেন। প্রার্থীদের কাছে কদর বেড়েছে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের। উপজেলাজুড়ে চলছে যেন নির্বাচনী আমেজ।
সম্মেলনে প্রধান অতিথি উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। প্রধান বক্তা হচ্ছেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, বিশেষ অতিথি থাকবেন বিএনপির সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন এবং সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন।
এদিকে, সম্মেলনকে ঘিরে দীর্ঘদিন ধরে উপজেলাজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি পদে আব্দুল হাফিজ ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুয়েল আহমদ নির্বাচিত হয়েছেন। বাকি তিনটি পদে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। কাউন্সিল নির্বাচনে মুলত নেতৃত্ব লড়াই হচ্ছে প্রবীণ ও নবীনদের মধ্যে।
পদপ্রত্যাশীরা দলীয় নেতাকর্মী ও কাউন্সিলরদের দ্বারে দ্বারে ছুটছেন। কেউ কেউ দলের শীর্ষ পর্যায়েও যোগাযোগ রাখছেন। ফলে কমিটিতে নবীনরাই নেতৃত্ব আসবে নাকি প্রবীনরাই থাকছেন- এ নিয়ে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে কৌতূহল ও আগ্রহ।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনের সূচি অনুযায়ী সকাল ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হবে। এরপর জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন, উদ্বোধন ও অতিথিদের বক্তব্য অনুষ্ঠিত হবে। বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত চলবে কাউন্সিল অধিবেশনের ভোটগ্রহণ। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন, কমিশনার হিসেবে অধ্যক্ষ আসুক উদ্দিন ও ইমরান আহমদ।
আপনার মতামত লিখুন