শ্রীমঙ্গলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন

শ্রীমঙ্গলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন
প্রতিনিধি,শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ আজ মঙ্গলবার (১২ আগস্ট) শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য— “প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি”। উল্লেখ্য, দিবসটি প্রথম পালিত হয় ২০০০ সালে।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সকাল ১১টায় উপজেলা হলরুমে শপথ পাঠ, আলোচনা সভা ও প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন অফিসার অসীম কুমার করের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী এবং সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এডিস মশা নিধনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। জুলাই-২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “যুবরাই উন্নয়ন ও উৎপাদনের প্রধান হাতিয়ার। বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে বিজয়ী এই যুব সমাজকে আধুনিক কারিগরি প্রশিক্ষণ, প্রশিক্ষণোত্তর আর্থিক সহায়তা ও উপকরণ প্রদানের মাধ্যমে মানবসম্পদে রূপান্তর করাই আমাদের লক্ষ্য।” তিনি আরও উল্লেখ করেন, প্রতি বছর প্রায় ২ লাখ যুবকে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানে যুক্ত করতে যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করে যাচ্ছে। প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন, সংগঠনভিত্তিক স্বেচ্ছাসেবা এবং কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আপনার মতামত লিখুন