শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিতের দাবি

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিতের দাবি
শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ নির্বাচন ২০২৫ স্থগিতের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন সমিতির এক সদস্য।
মোহাম্মদ তাজ উদ্দিন নামের ওই সদস্য ১০ আগস্ট ইউএনও বরাবর দেওয়া আবেদনে উল্লেখ করেন, ৭ আগস্ট ঘোষিত “নির্বাচন কমিশন”-এর তিনজন সদস্যের মধ্যে একজন রাজনৈতিক দলের সক্রিয় সদস্য হওয়ায় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়া বর্তমান ভোটার তালিকায় বহু অনুপযুক্ত ও পদত্যাগকারী ব্যক্তির নাম থাকায় নির্বাচনের পরিবেশ সুষ্ঠু হবে না বলে দাবি করেন তিনি।
তিনি অভিযোগ করেন, ২০১৭ সালের সর্বশেষ নির্বাচনের পর থেকে ব্যবসায়ী সমিতির ভোটার সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। বর্তমানে তালিকাভুক্ত ভোটারের সংখ্যা ১১৩০ জন, যার মধ্যে অনেকে প্রকৃত ব্যবসায়ী নন। জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হওয়ায় এই সময় নির্বাচন করলে ব্যবসায়ী সমাজে বিভাজন ও অশান্তি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
আবেদনপত্রে তিনি নতুন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন এবং যাচাই-বাছাই করে সঠিক ভোটার তালিকা প্রণয়নের দাবি জানান। এসব প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার আহ্বান জানান তিনি।
আপনার মতামত লিখুন