পলায়ন দিবসের অঙ্গীকার হোক সুশাসন ও মানবিক বাংলাদেশ — আব্দুর রহিম রিপন

পলায়ন দিবসের অঙ্গীকার হোক সুশাসন ও মানবিক বাংলাদেশ — আব্দুর রহিম রিপন
মৌলভীবাজার প্রতিনিধি (মৌলভীবাজার)
পলায়ন দিবস ও আওয়ামী ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে মৌলভীবাজারে জেলা বিএনপির আয়োজনে বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে সদর ও পৌর বিএনপির উদ্যোগে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিজয় শোভাযাত্রা বের হয়ে কুসুমবাগ এলাকায় এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন বলেন,বিচার, সংস্কার, নির্বাচন—এই তিনটি একসাথে চলবে। আর দেরি নয়,নির্বাচনের তারিখ ঘোষণা করুন।
তিনি আরও বলেন, “গত বছরের এই দিনে দেশের মানুষ ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছিল। এখন সময় নিরপেক্ষ নির্বাচনের।
জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন,আজ বিশ্ব পলায়ন দিবস। এ দিবসে অঙ্গীকার হোক—গণতন্ত্র, সুশাসন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার।
সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারুফ আহমেদের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন