ভুয়া আইডি থেকে শ্রীমঙ্গল থানা নিয়ে গুজব, আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ

ভুয়া আইডি থেকে শ্রীমঙ্গল থানা নিয়ে গুজব, আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ
প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রকাশঃ ৩১ জুলাই ২০২৫, সন্ধ্যা ৬:০২
সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রীমঙ্গল থানা পুলিশের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। ‘সিলেট নিউজ’ নামের একটি ভুয়া ফেসবুক আইডি থেকে এসব গুজব ছড়ানো হয়, যা সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি তৈরির আশঙ্কা করছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু অসাধু ও স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। এ ধরনের গুজব থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন,
নিজেদের অসৎ উদ্দেশ্য পূরণের জন্য কিছু ব্যক্তি ভুয়া আইডি ব্যবহার করে থানার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এ বিষয়ে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছি।
তিনি আরও বলেন,গুজবে কান না দিয়ে সঠিক তথ্য যাচাই করা জরুরি। থানার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সরাসরি এসে জানানোর বা নির্ধারিত হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার জন্য আমরা সকলকে আহ্বান জানাচ্ছি।
আপনার মতামত লিখুন