সিন্দুরখাঁন বাজারে সরকারি জমি দখল: স্বেচ্ছায় না ছাড়লে আসছে উচ্ছেদ অভিযান

সিন্দুরখাঁন বাজারে সরকারি জমি দখল: স্বেচ্ছায় না ছাড়লে আসছে উচ্ছেদ অভিযান
শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের সিন্দুরখাঁন বাজারে সরকারি রাস্তার জায়গা দখল করে গড়ে উঠেছে একাধিক বাণিজ্যিক স্থাপনা। এর ফলে প্রতিদিনই সেখানে যানজট লেগেই থাকছে, দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ পথচারী ও স্থানীয় বাসিন্দাদের।
সোমবার (২৯ জুলাই) সিন্দুরখাঁন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিনের সহযোগিতায় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার বাজার এলাকায় সরকারি রাস্তা ও আশপাশের জমির মাপজোখ কার্যক্রম পরিচালনা করেন। মাপজোখে উঠে আসে, বাজারের রাস্তা ও আশপাশের একাধিক সরকারি জমি স্থানীয় কিছু ব্যবসায়ী অবৈধভাবে দখল করে রেখেছেন।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান বলেন, “সরকারি রাস্তার দুই পাশে অন্তত ৫ ফুট জায়গা স্বেচ্ছায় ছেড়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। অন্যথায় উপজেলা ভূমি অফিস উচ্ছেদ অভিযান পরিচালনা করতে বাধ্য হবে।”
তিনি আরও জানান, বাজারের চলাচল স্বাভাবিক রাখতে এবং জনস্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে সচেতনতা তৈরির লক্ষ্যে অনুরোধ জানানো হলেও, প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন