শ্রীমঙ্গলে কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ উদ্বোধন

শ্রীমঙ্গলে কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ উদ্বোধন
শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গল
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে ৫ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৫। “কৃষিই সমৃদ্ধি, আধুনিক প্রযুক্তির মাধ্যমে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলা অনুষ্ঠিত হচ্ছে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায়।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন।
মেলার আয়োজক শ্রীমঙ্গল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবারের মেলায় মোট ১৪টি স্টল অংশগ্রহণ করেছে। এসব স্টলে আধুনিক কৃষি প্রযুক্তি, পরিবেশবান্ধব চাষাবাদ পদ্ধতি ও উন্নত বীজ সম্পর্কে কৃষকদের তথ্য প্রদান করা হচ্ছে।
কৃষকদের মাঝে নতুন প্রযুক্তি ছড়িয়ে দিতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অতিথিবৃন্দ।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
আপনার মতামত লিখুন