বড়লেখায় বিএনপির কাউন্সিল ১৬ আগস্ট হানিফ পারভেজ

বড়লেখায় বিএনপির কাউন্সিল ১৬ আগস্ট
হানিফ পারভেজ
বড়লেখা,মৌলভীবাজার
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির বর্ধিত সভায় আগামী ১৬ আগস্ট কাউন্সিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে বড়লেখা পৌর শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রমও শুরু হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। বিশেষ অতিথি ছিলেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হাফিজ। উপজেলা বিএনপির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নছিব আলী এবং যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খছরুর যৌথ সঞ্চালনায় সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলাল উদ্দিন, অধ্যাপক আব্দুস সহিদ খান, জাহিদুল ইসলাম মামুন, হাজী আনোয়ার উদ্দিন, ফখরুল ইসলাম সুনু মিয়া, আব্দুল কুদ্দুছ স্বপন, সাইফুল ইসলাম, মঈন উদ্দিন, আব্দুল গণী, জামিল আহমদ ও এডভোকেট আবু নছর মোহাম্মদ মাসহুদসহ অনেকে উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, কাউন্সিলকে ঘিরে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে ৭১০ জন কাউন্সিলরের তালিকা প্রস্তুত করা হয়েছে। কাউন্সিল পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন এডভোকেট আসুক উদ্দিন আহমদ। ঘোষিত সময়সূচি অনুযায়ী, ৭ আগস্ট সভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদের মনোনয়নপত্র বিক্রি শুরু হবে। ৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৯ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থীদের তালিকা।
আপনার মতামত লিখুন