বিদ্যুৎস্পৃষ্টে নিহত ছাত্রদল সদস্য শামীম আহমেদের পরিবারের পাশে শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদল

বিদ্যুৎস্পৃষ্টে নিহত ছাত্রদল সদস্য শামীম আহমেদের পরিবারের পাশে শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদল
শ্রীমঙ্গল প্রতিনিধি:
আশিদ্রোন ইউনিয়নের ৯নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য শামীম আহমেদ গত ১৬ জুন ২০২৫ ইং তারিখে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। তার এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সহমর্মিতা জানিয়ে তার অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদল।
নিহতের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন ও মানসিকভাবে পাশে থাকার আশ্বাস দেন শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব গোলাম সারোয়ার রিমন, আশিদ্রোন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাইম মিয়া, সিনিয়র সহসভাপতি সৈয়দ মাহদি, ও সাধারণ সম্পাদক কামাল আহমেদ।
নেতৃবৃন্দ বলেন, শামীম আহমেদ শুধু একজন ছাত্রদল কর্মীই ছিলেন না, ছিলেন সংগঠনের একজন প্রিয় মুখ। তার এই অকাল মৃত্যু আমাদের হৃদয়ে গভীর শোকের ছাপ ফেলেছে। আমরা ছাত্রদলের পক্ষ থেকে তার পরিবারের পাশে থাকব ইনশাআল্লাহ।
আপনার মতামত লিখুন