জুলাই দিবসে সারোয়ার হোসেনের কড়া হুঁশিয়ারি: শ্রীমঙ্গলে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা!

সারোয়ার হোসেনের কড়া হুঁশিয়ারি: শ্রীমঙ্গলে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা!
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
শ্রীমঙ্গলে ‘জুলাই শহীদ দিবস ২০২৫’ উপলক্ষে ছাত্রদলের শহীদদের স্মরণে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় এক কড়া বার্তা দেন পৌর যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেন।
অনুষ্ঠানে তিনি চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে বলেন,
শ্রীমঙ্গলের শান্তি নষ্ট করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। জনগণের স্বার্থে যেকোনো মূল্যে রুখে দেওয়া হবে চাঁদাবাজি ও সন্ত্রাসী।
সভায় উপস্থিত ছিলেন যুবদলের বিভিন্ন নেতাকর্মীসহ সাধারণ জনগণ।
প্রধান অতিথি হিসেবে সারোয়ার হোসেন শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং বলেন –
যারা ছাত্রদলের রক্ত দিয়ে গণতন্ত্রের পথ রচনা করেছে, তাদের স্বপ্নকে রক্ষা করাই আজ আমাদের দায়িত্ব। চাঁদাবাজ, সন্ত্রাসী, টাউটদের কোনো ছাড় নেই।
তিনি আরও বলেন,শ্রীমঙ্গল শান্তির শহর। এখানে কোনো চাঁদাবাজ, দখলবাজ বা গডফাদার টিকে থাকতে পারবে না। যারা এসব অপরাধে জড়িত, তারা এখনই সাবধান হয়ে যান
আয়োজনে শহীদ আসিফ, শহীদ আর সাইদ, শহীদ মুকুল সহ সকল শহীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভা সঞ্চালনায় ছিলেন মো: আব্দুল কাদির জিলানী যুবদল নেতা ও মোঃ বাবুল আহমেদ, পৌর যুবদল নেতা।
সভায় বক্তারা শহীদদের রক্তের ঋণ শোধ করতে সংগঠনের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও জনসেবার উপর জোর দেন।
আপনার মতামত লিখুন